markaz logo png 300

📚 জামি’আ মারকাযুদ দুরূস আল-ইসলামিয়া

একটি যুগোপযোগী আদর্শ কওমি শিক্ষা প্রতিষ্ঠান — মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী (দা.বা.) কর্তৃক প্রতিষ্ঠিত এই জামিয়া।

প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা কুরআন-সুন্নাহর বিশুদ্ধ তা’লীম ও তারবিয়্যত, ‘আহলুস সুন্নাহ ওয়াল জামা’আহ’র আকিদা, এবং ইসলামের সঠিক ইতিহাস-ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণের লক্ষ্যে নিয়োজিত রয়েছি।

বর্তমানে জামিয়ায় তাখাসসুস ফিল ইফতা বিভাগ পরিচালিত হচ্ছে, যেখানে অভিজ্ঞ আসাতিযায়ে কিরামের তত্ত্বাবধানে গবেষণামূলক ও মানসম্মত দরস পরিচালিত হয়। সময়োপযোগী পাঠক্রম, মেহনতকেন্দ্রিক তামরীন, এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আমরা একটি চিন্তাশীল, দ্বীনদার ও দাঈ আলেম প্রজন্ম গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছি।

  মারকায সম্পর্কে আরও জানুন
কোর্স তালিকা
ID Course Name Duration Start Date
ifta2526 ইফতা ৬ষ্ঠ শিক্ষাবর্ষ ২০২৫-২০২৬ 1 Year April 23, 2025
সমাপনি অনুষ্ঠান

জামিয়া মারকাযুদ দুরূস আল ইসলামিয়া প্রতি বছরে একটি করে সমাপনি অনুষ্ঠানের আয়োজন করে থাকে। যার মাধ্যমে ইফতা বিভাগের শিক্ষাবর্ষের পরিসমাপ্তি ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের দস্তারে ফজীলত তথা পাগড়ি এবং পাশাপাশি সার্টিফিকেট, মার্কশিট ইত্যাদি প্রদান করা হয়। সারা দিন ব্যাপী চলা এই অনুষ্ঠানে থাকে; কিরাত, হামদ-নাত পরিবেশন, শিক্ষার্থীদের মতবিনিময়-অভিব্যক্তি, আগত ওলামায়ে কিরামদের উপদেশ ও নসীহত এবং সর্বোপরি আপ্যায়নের ব্যবস্থা। এটি শিক্ষার্থীদের একমাত্র মনমুগ্ধকর মিলনমেলাও বটে।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.