নুরানী মুয়াল্লিম ট্রেনিং ৬ষ্ঠ ব্যাচের পরীক্ষার ফলাফল

নুরানী মুয়াল্লিম ট্রেনিং ৬ষ্ঠ ব্যাচের পরীক্ষার ফলাফল

কওমি মাদরাসার সাথে সম্পৃক্ত আলেম ওলামাদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার প্ল্যাটফর্ম কওমী ইয়ুথ ক্লাব – কওমী যুব সংঘ এর উদ্যোগে, বাংলাদেশ নূরানী তালীমুল কুরআন ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালনায় এবং জামিয়া মারকাযুদ দুরুস আল ইসলামিয়ার আয়োজনে গত ৪ ডিসেম্বর ২০২৪ থেকে ১১ ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত ২ মাস মেয়াদে অনুষ্ঠিত হয় বিশেষায়িত নূরানী মু’আল্লিম ট্রেনিং কোর্স এর ৬ষ্ঠ ব্যাচ।

কোর্সটি পরিচালনায় ছিলেন, বাংলাদেশ নূরানী তালীমুল কুরআন ট্রেনিং ইন্সটিটিউটের প্রধান পরিচালক মুফতী আবুল হাসান শামসাবাদী এবং সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন মারকাযুদ দুরুসের নায়িব ও নাযিম মুফতী সাঈদ আল হাসান

কোর্স সমাপনীর পর সমস্ত শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

একনজরে পরীক্ষার ফলাফল-

মোট পরীক্ষার্থী – ৩২ জন।
পূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করেছে – ২৬ জন।
আংশিক পরীক্ষা দিয়েছে – ৬ জন।
পাশের হার – ১০০%।
১ম বিভাগ – ৫ জন।
২য় বিভাগ – ১৪ জন।
৩য় বিভাগ – ৫ জন।
সাধারণ বিভাগ – ২ জন।
ফেইল – নেই।

বিভাগ বিন্যাস করা হয়েছে নিম্নরূপ

গড়
৮০-১০০ – ১ম বিভাগ
৭০-৭৯ – ২য় বিভাগ
৬০-৬৯ – ৩য় বিভাগ
৫০-৫৯ – সাধারণ বিভাগ
০-৪৯ – ফেল

পরীক্ষার সাবজেক্ট ছিল ৫টি :-  

১. নুরানী ত্বরীকে তালীম

২. নূরানী হাতের লেখা ও বোর্ড প্রাক্টিক্যাল

৩. কুরআন মাজীদ তিলাওয়াত ও তাজভীদ

৪. কালিমা, হাদীস, মাসআলা ও মাসনূন দোয়া ইত্যাদি

৫. বিবিধ (ক্লাসে উপস্থিতি, নিয়মতান্ত্রিক মেহনত, সবকের ইহতিমাম ও কিছু নির্দিষ্ট কাজ)

৫০০ নাম্বারের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে মেধাতালিকার শীর্ষে অবস্থান করছেন যথাক্রমে-

মেধাক্রম রোল নং আইডি নং শিক্ষার্থীর নাম মোট নাম্বার গড়
১ম ৩৯. 6643 মুহাম্মদ তানভীরুল ইসলাম ৪২১ ৮৪.২
২য় ৭৩. 6677 মিজানুর রহমান ৪০৪ ৮১
৩য় ৫০. 6654 ইবরাহীম খলিল ৪০২ ৮০.৪
৪র্থ ২৮. 6632 মোহাম্মদ তরিকুল ইসলাম ৪০১ ৮০.২
৫ম ৪৫. 6649 মোঃ আরিফুল ইসলাম ৪০০ ৮০

 


সম্পূর্ণ রেজাল্ট নিম্নে প্রদত্ত হল:-

কওমী ইয়ুথ ক্লাব আয়োজিত
বাংলাদেশ নূরানী তালীমুল কুরআন ট্রেনিং ইন্সটিটিউট পরিচালিত

নূরানী মু'আল্লিম ট্রেনিং কোর্স
ব্যাচ ৬ (৪ ডিসেম্বর ২০২৪ থেকে ১১ ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত ২ মাস মেয়াদী)
——⁕ পরীক্ষার ফলাফল ⁕——

রোল নংআইডি নংশিক্ষার্থীর নামত্বরীকে তালীমহাতের লেখা ও প্রাক্টিক্যালকুরআন মাজীদহাদীস, মাসআলা ও মাসনূন দোয়াবিবিধ পরীক্ষামোট নাম্বারগড়বিভাগমেধাক্রম
৯.6613সামিউল ইসলাম৮০৭৫৭১৫০৫০৩২৬৬৫.২তৃতীয়২২
১১.6615আবু হানিফ৭৮৭৪৭৫৭৫৯০৩৯২৭৮.৪দ্বিতীয়৭ম
১৬.6620হাবিবুল্লাহ৭৭৭০৮০৮০৭৬৩৮৩৭৬.৬দ্বিতীয়৯ম
১৭.6621কাওসার হাবিব৭৮৭২৭৪৮৫৮৫৩৯৪৭৮.৮দ্বিতীয়৬ষ্ঠ
১৮.6622মুহাম্মাদ মামুনুর রশিদ৮২৭৩৭৫৭৫৭৭৩৮২৭৬.৪দ্বিতীয়১০
২২.6626মোঃ আইনুল হক৭৮৭২৭৬৮০৭৮৩৮৪৭৬.৮দ্বিতীয়৮ম
২৮.6632মোহাম্মদ তরিকুল ইসলাম৮৪৭৫৮০৮০৮২৪০১৮০.২প্রথম৪র্থ
২৯.6633মোঃ আশেকুর রহমান৭০৬০৪০xxxxxx
৩০.6634মোঃ কাওসার৭৭৭৫৭৮৫০৮০৩৬০৭২দ্বিতীয়১৫
৩২.6636শরিফ ওমর৭৮৭০৮০xxxxxx
৩৩.6637মুহাম্মাদ মাজহারুল ইসলাম৮০৭২৭৫৭০৬০৩৫৭৭১.৪দ্বিতীয়১৮
৩৪.6638মোঃ সাইফুল ইসলাম৮৫৭৫৮৪xxxxxx
৩৬.6640আল আমিন৮০৭৭৭৫৫০৪০৩২২৬৪.৪তৃতীয়২৩
৩৭.6641মোঃ বেলাল হোসাইন৭৬৭০৮২৫৮৬৫৩৫১৭০.২দ্বিতীয়১৯
৩৯.6643মুহাম্মদ তানভীরুল ইসলাম৮৮৮০৯০৮৩৮০৪২১৮৪.২প্রথম১ম
৪৫.6649মোঃ আরিফুল ইসলাম৭৮৭২৭৭৮৫৮৮৪০০৮০প্রথম৫ম
৪৬.6650মুহাম্মাদ নাহিম৮২৭০৮০৭৮৫০৩৬০৭২দ্বিতীয়১৫
৫০.6654ইবরাহীম খলিল৮৫৭২৮২৮৮৭৫৪০২৮০.৪প্রথম৩য়
৫১.6655মোঃ সাদেকুল ইসলাম৮০৭০৭৮৮৫৬৫৩৭৮৭৫.৬দ্বিতীয়১১
৫২.6656মোঃ রাকিবুল হাসান৭৮৮২৮০৬০৬০৩৬০৭২দ্বিতীয়১৫
৫৫.6659আল আমীন৬৮৬৭৭৮xxxxxx
৫৮.6662আব্দুল্লাহ আল মামুন৭২৬০৮০৫০৭০৩৩২৬৬.৪তৃতীয়২০
৬৪.6668মোঃ মোক্তার আলম৭৮৭২৭০৬৭৪০৩২৭৬৫.৪তৃতীয়২১
৬৬.6670সাহাব উদ্দিন৭০৬৭৮০৭৫৭০৩৬২৭২.৪দ্বিতীয়১৪
৬৭.6671শামসুদ্দিন মৃধা৭৫৭০৫০৪৮৪০২৮৩৫৬.৬সাধারণ২৫
৬৮.6672শেখ মো: আবু নোমান৮০৭৮৭০৬০৮৫৩৭৩৭৪.৬দ্বিতীয়১২
৭৩.6677মিজানুর রহমান৮০৮৮৭৬৭৫৮৫৪০৪৮১প্রথম২য়
৭৬.6680মো তোজাম্মেল হক৬০৫০৪০৫০৫০২৫০৫০সাধারণ২৬
৭৭.6681সাইমুন ইসলাম৭২৬৫৮৫৮০৭০৩৭২৭৪.৪দ্বিতীয়১৩
৮০.6684মারুফ বিল্লাহ৬২৬০৭৯৫০৫০৩০১৬০.২তৃতীয়২৪
৮৪.6688আরিফুল ইসলাম৭৮৭৪৭০xxxxxx
৮৫.6689মোঃ মোমিনুল ইসলাম৮২৭০৮০xxxxxx