ইফতায় ভর্তির নিয়মাবলী 

দাওরায়ে হাদীস সম্পন্ন করার পর দ্বীনের বিভিন্ন সেক্টরে নিজেদের সুযোগ্য করে গড়ে তুলতে তাখাসসুস বিষয়ে পাঠ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে ইফতা, তাফসীর, আদব প্রভৃতি বিভিন্ন বিষয়ের উপর তাখাসসুস পড়ার সুযোগ রয়েছে। অত্যন্ত কর্মব্যস্ত যারা তাখাসসুস পড়ার অনেক বেশি আগ্রহ রাখেন কিন্তু ব্যস্ততার কারণে মাদরাসায় গিয়ে সশরীরে দারসগ্রহণ করা সম্ভব হয় না, শুধুমাত্র তাদের জন্যে অনলাইনের মাধ্যমে দারসে অংশ নিয়ে তাখাসসুস ফিল ইফতা সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ ইফতা বিভাগ চালু রয়েছে।

ইফতা ও ফিকহে ইসলামীতে ব্যুৎপত্তি অর্জন করে ফাতওয়ার বিষয়ে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য এ এক মোক্ষম সুযোগ। আমাদের এখানে রয়েছে সুযোগ্য ও দক্ষ মুফতীয়ানে কিরাম উস্তাযগণের মাধ্যমে পাঠদান ও যথোপযুক্ত পথনির্দেশনা। আপনি যদি নিজেকে একজন আদর্শ ফিকহবিদ ও ফাতওয়ার ভুবনে নিজেকে দক্ষ হিসেবে দেখতে চান, তাহলে আমাদের এই ইলমী মারকাযে আপনাকে স্বাগতম।

ইফতায় ভর্তির যোগ্যতা :–

➠ ইফতা বিভাগে ভর্তি হওয়ার জন্য দাওরায়ে হাদীস তথা হাইআতুল উলয়ার পরীক্ষায় মুমতায অথবা জাইয়্যিদ জিদ্দান রেজাল্ট হতে হবে। ফাতওয়া বা তামরীন লেখার মতো যোগ্যতা থাকা আবশ্যক। সারা বছর দারসের ইহতিমাম করার মত ফ্রি সময় অবশ্যই থাকতে হবে। ক্লাস করার মত ফ্রি সময় না থাকলে ভর্তির আবেদন করা যাবে না।  

উপরোক্ত বিষয়সমূহের সাথে মৌখিক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

মৌখিক পরীক্ষা নেয়ার বিষয় :

হিদায়া সালিস (কিতাবুল বুয়ু)। 

ভর্তির নিয়মাবলী :–

◈ অনলাইনে ভর্তি ফরম পূরণ করে সাবমিট করার পর মারকাজের শিক্ষাসচিবের আইডিতে (facebook.com/said.al.hasan) মেসেজ দিতে হবে। তিনি ভর্তি পরীক্ষার জন্য ফেসবুক মেসেঞ্জারে কল করবেন। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তির জন্য নির্বাচিত হবেন এবং ভর্তি ফি পাঠিয়ে দিলে দাখেলা প্রদান করা হবে।

খরচের বিবরণ :–

☞ ভর্তি ফি : ৩০০০ /=।

☞ মাসিক ফি (বেতন ও অনলাইন ব্যবস্থাপনা) : ২০০০/=। 

ক্লাস সম্পর্কে জরুরী জ্ঞাতব্য 

  • প্রতি সপ্তাহে ৫ দিন ক্লাস হবে। সোমবার ও শুক্রবার ছুটি। 
  • প্রতিদিন আধা ঘণ্টা করে ৪টি ক্লাস অনুষ্ঠিত হবে। 
  • ক্লাস প্রতিদিন দুপুর ২টা থেকে ৪ পর্যন্ত ২ঘণ্টা অনুষ্ঠিত হবে। সিজনজনিত কারণে সময় কিছুটা এদিক সেদিক হতে পারে। বাকি সময়টা যার যার সুবিধামতো কিতাব মুতালা‘আ ও তামরীন করবেন। 
  • ক্লাসের পুরো সময়টা সকলের জন্যে ক্লাসে উপস্থিত থাকা আবশ্যক।
  • প্রতিদিন হাজিরা হবে। ক্লাসে উপস্থিতির উপর ভিত্তি করে পরীক্ষায় এক্সট্রা নাম্বার যোগ হবে। হাজিরায় উপস্থিতির উপর পুরস্কার থাকবে। 
  • টানা এক সপ্তাহ কোন শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকলে, তার ভর্তি বাতিল করত হাজিরা খাতা থেকে নাম কেটে দেয়া হবে।
  • দাখেলাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ফেসবুক-মেসেঞ্জারে একটিভ থাকতে হবে। 
  • দারসের জন্য উপযুক্ত ডিভাইস (এন্ড্রয়েড বা পিসি/ল্যাপটপ) ও কমপক্ষে ২ এমবিপিএস নেট কানেকশন থাকতে হবে।  
  • ভর্তি কমপ্লিট হলে ইফতা বিভাগের বিশেষ সিক্রেট গ্রুপে এড করা হবে। প্রতিদিন ক্লাসের লিঙ্ক ওই গ্রুপে দেয়া হবে। প্রতিদিনের ক্লাস ইউটিউবে লাইভ হবে। সারা বছর প্লেলিস্টের মাধ্যমে সকল সবক দেখা যাবে।  
  • পড়া বুঝে না আসলে ভিডিও দেখে আয়ত্ত করা যাবে। অন্যথায় আসাতিজায়ে কিরাম তো আছেনই। 
  • ক্লাস অনুষ্ঠিত হবে জুম সফটওয়্যারের মাধ্যমে। গুগল প্লেস্টোর থেকে Zoom cloud meeting নামের অ্যাপটি নামিয়ে নিয়ে একাউন্ট খুলে রাখতে হবে । জুম সম্পর্কে বিস্তারিত জানতে এই টিউটোরিয়ালটি দেখে নিন https://www.youtube.com/watch?v=FPFdMSE9EVU 
  • ক্লাসে যুক্ত হওয়ার ক্ষেত্রে একটি মোবাইল স্ট্যান্ড ও ভালো মানের হেডফোন হলে সুবিধা হবে। 
  • সারা বছর অন্তত ৪০টি তামরীন আবশ্যক। কাজেই বছরের শুরু থেকেই তামরীনে মনোযোগী হতে হবে। আর এর জন্য দারসের কিতাবাদি ছাড়াও ফাতওয়ার নির্ধারিত কিতাবসমূহ মুতালা‘আ করতে হবে।
  • প্রতিদিনের পড়া প্রতিদিন ইয়াদ করা আবশ্যক। আসাতিজায়ে কেরাম নিয়মিত সবক শুনে থাকেন। 

মারকাযের কানুন বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন –  https://durus.us/rules

জুম ইন্সটল লিঙ্ক 

পিসি https://zoom.us/client/latest/ZoomInstaller.exe

জুম মোবাইল https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings

ইন্সটল শেষ হলে একটি একাউন্ট করে রাখুন।

 

ভর্তি ফরম পূরণ করতে নীচের বাটন ক্লিক করুন 

ভর্তি ফরম