ইফতা সমাপনি অনুষ্ঠান ১ম বর্ষ – ২০২০-২১ (এ্যালবাম ও রেজাল্ট)

ইফতা সমাপনি অনুষ্ঠান ১ম বর্ষ – ২০২০-২১ (এ্যালবাম ও রেজাল্ট)

মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী পরিচালিত জামিআ মারকাযুদ দুরূস আল-ইসলামিয়ার ২০২০-২১ শিক্ষাবর্ষের তাখাসসুস ফিল ইফতা এবং ইলমে দ্বীন নাইট কোর্সের সমাপনি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সমাপনি অনুষ্ঠানটি গত ২৩ আগস্ট ২০২১ সোমবার মারকাযের প্রধান কার্যালয় মিয়াজান লেন, মানিকনগর, ঢাকায় অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানের শুরুতেই আসাতিযায়ে কিরাম গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। এরপর শিক্ষার্থীগণ মারকাজ সম্পর্কে নিজেদের মতামত ও প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন। অতপর দুপুরের খাওয়া দাওয়ার পর ৪টা থেকে মূল অধিবেশন শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য আলেমে দ্বীন, এলিফ্যান্ট রোড নূরানী গার্ডেন মাদরাসার পরিচালক, মাদরাসা জায়েদ বিন সাবেত, সখিপুর, টাঙ্গাইলের মুহতামিম, আল্লামা শামসুল হক ফরিদপুরী প্রতিষ্ঠিত খাদেমুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় জিম্মাদার মাওলানা ফুরক্বানুল ইসলাম আশুতিয়া।

মারকাযের আসাতিজায়ে কিরামের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষাসচিব মুফতি সাঈদ আল হাসান শামসাবাদী এবং সিনিয়র উস্তায মুফতী আব্দুর রহমান ফাইয়াজ দা. বা. ও মুফতি উবায়দুর রহমান হাম্মাদ দা.বা.।

এ ছাড়াও দেশ বরেণ্য আরও অনেক ওলামায়ে কিরাম তাশরিফ আনেন।

বাদ মাগরিব মারকাযের ইফতা বিভাগের বার্ষিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করেন শিক্ষাসচিব মুফতি সাঈদ আল হাসান। এরপর সকল ছাত্রদের যথারীতি দস্তারে ফজীলত প্রদান করা হয়।

বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারী যথাক্রমে মাওলানা হোসাইন আহমাদ, মাওলানা ওমর ফারুক এবং মাওলানা আবু জাফর সালেহকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। বাকি সবাইকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। একই সাথে ইফতা কোর্সে অংশগ্রহণ এর সনদ এবং মার্কশিট দেয়া হয়।

মারকায প্রতিষ্ঠাতা মুফতী আবুল হাসান শামসাবাদীর সভাপতিত্বে বাদ মাগরিব মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


২০২০-২০২১ শিক্ষাবর্ষে যারা মারকাযুদ দুরুস থেকে তাখাসসুস ফিল ইফতা সম্পন্ন করলেন : –

শিক্ষার্থীর নাম বিভাগ মেধাক্রম
১. ইয়াহইয়া মাদানী মুমতায ৭ম
২. হোসাইন আহমদ মুমতায ১ম
৩. মোঃ সাদিকুর রহমান মুমতায ৫ম
৪. মোঃ আব্দুস সাত্তার জাইয়িদ জিদ্দান ১০ম
৫. মোঃ ইব্রাহীম খলিল মুমতায ৪র্থ
৬. মুহাম্মাদ ওমর ফারুক মুমতায ২য়
৭. মুহাম্মদ আহসান উল্লাহ মুমতায ৬ষ্ঠ
৮. আলী আকবর মুমতায ৯ম
৯. আখলাকুর রহমান মুমতায ৮ম
১০. জোবায়ের আল নাছের মাক্ববূল ১৩তম
১১. আবু জাফর মুহাম্মদ সালেহ মুমতায ৩য়
১২. মিজানুর রহমান হাটহাজারী জাইয়িদ জিদ্দান ১১তম
১৩. রেজাউল করীম জাইয়িদ ১২তম

এ্যালবাম


 

মারকাযের সম্মানিত মুহতামিম মুফতী আবুল হাসান শামসাবাদী সাহেব ও প্রধান মেহমান মাওলানা ফুরকানুল ইসলাম

মারকাযের সম্মানিত মুহতামিম মুফতী আবুল হাসান শামসাবাদী সাহেব ও প্রধান মেহমান মাওলানা ফুরকানুল ইসলাম

শিক্ষার্থীদের অভিব্যক্তি শুনছেন আসাতিজায়ে কিরাম। ডান দিক থেকে মুফতি হাম্মাদ, মুফতি সাঈদ, মাওলানা ফুরকানুল ইসলাম, মুফতী আবুল হাসান শামসাবাদী, মাইক হাতে মাওলানা ইয়াহিয়া মাদানী এবং মুফতি ফাইয়াজ সাহেব হুজুর

শিক্ষার্থীদের অভিব্যক্তি শুনছেন আসাতিজায়ে কিরাম। ডান দিক থেকে মুফতি হাম্মাদ, মুফতি সাঈদ, মাওলানা ফুরকানুল ইসলাম, মুফতী আবুল হাসান শামসাবাদী, মাইক হাতে মাওলানা ইয়াহিয়া মাদানী এবং মুফতি ফাইয়াজ সাহেব হুজুর

দুপুরে আগত মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা ছিল

দুপুরে আগত মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা ছিল

বয়ান রাখছেন মদিনা প্রবাসী মারকাযের ফারেগ মাওলানা ইয়াহিয়া মাদানী। তিনি সুদূর মাদিনা মুনাওয়ারা থেকে দারসে যুক্ত হতেন আলহামদুলিল্লাহ।

বয়ান রাখছেন মদিনা প্রবাসী
মারকাযের ফারেগ মাওলানা ইয়াহিয়া মাদানী। তিনি সুদূর মাদিনা মুনাওয়ারা থেকে দারসে যুক্ত হতেন আলহামদুলিল্লাহ।

 

 

 

 

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ দুজন ছোট্ট অতিথি মাশা আল্লাহ। মাওলানা ইয়াহয়া মাদানির ২ সন্তান লুবাবা ও ওসমান।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ দুজন ছোট্ট অতিথি মাশা আল্লাহ। মাওলানা ইয়াহয়া মাদানির ২ সন্তান লুবাবা ও ওসমান।

বক্তব্য রাখছেন শিক্ষাসচিব মুফতি সাঈদ আল হাসান

বক্তব্য রাখছেন শিক্ষাসচিব মুফতি সাঈদ আল হাসান

রাখছেন মুফতি হাম্মাদ

বক্তব্য রাখছেন সিনিওর উস্তায মুফতি হাম্মাদ। পাশে রয়েছেন মুফতি ফাইয়াজ

আসাতিযায়ে কিরামের সাথে মেহমান

আসাতিযায়ে কিরামের সাথে মেহমান

আসাতিযায়ে কিরাম থেকে ১ম স্থান অর্জনের পুরস্কার নিচ্ছেন মাওলানা হোসাইন আহমাদ। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি।

আসাতিযায়ে কিরাম থেকে ১ম স্থান অর্জনের পুরস্কার নিচ্ছেন মাওলানা হোসাইন আহমাদ। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি।

এক নজরে মুবারাক মজলিশ

এক নজরে মুবারাক মজলিশ

মারকাযের আসাতিযায়ে কিরাম ও মেহমানের সাথে সকল শিক্ষার্থী। সকলকেই দস্তারে ফজিলত প্রদান করা হয়েছে আলহামদুলিল্লাহ।

মারকাযের আসাতিযায়ে কিরাম ও মেহমানের সাথে সকল শিক্ষার্থী। সকলকেই দস্তারে ফজিলত প্রদান করা হয়েছে আলহামদুলিল্লাহ।

মারকাযের সনদ ও মার্কশিট স্বহস্তে লিখছেন প্রখ্যাত আর্টিস্ট ও ক্যালিগ্রাফার মাওলানা বশির মেসবাহ দা.বা.

মারকাযের সনদ ও মার্কশিট স্বহস্তে লিখছেন প্রখ্যাত আর্টিস্ট ও ক্যালিগ্রাফার মাওলানা বশির মেসবাহ দা.বা.

মারকাযের সার্টিফিকেট ও মার্কশিট

মারকাযের সার্টিফিকেট ও মার্কশিট

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *