ইফতা সমাপনী অনুষ্ঠান ৪র্থ বর্ষ – ২০২৩-২৪ (এ্যালবাম ও রেজাল্ট)
মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী প্রতিষ্ঠিত
জামিআ মারকাযুদ দুরূস আল-ইসলামিয়ার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তাখাসসুস ফিল ফিকহ ওয়াল ইফতা বিভাগের সমাপনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
সমাপনী অনুষ্ঠানটি গত ৩ মার্চ ২০২৪, রবিবার মারকাযের ৪র্থ তলাস্থ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয় সকাল ১০টা থেকে।
সকালে নাস্তার পর্ব শেষ হওয়ার পর জোহর পর্যন্ত উপস্থিত শিক্ষার্থীদেরকে সরাসরি দারস প্রদান করেন মুহতামিম মুফতী আবুল হাসান শামসাবাদী দা.বা. এবং নাযিম মুফতী সাঈদ আল হাসান শামসাবাদী।
জোহর নামাযের পর মানিকনগর বিশ্বরোডে অবস্থিত রয়েল ভিলেজ রেস্টুরেন্টে সকলের জন্য স্পেশাল আপ্যায়নের ব্যবস্থা করা হয়। আপ্যায়নের আগ মুহূর্তে শিক্ষার্থীবৃন্দ সাক্ষাৎকার, মতবিনিময় ও মনের অভিব্যক্তি প্রকাশ করেন। সকলেই পূর্ণ স্বাচ্ছন্দ্যে বক্তব্য রাখেন, যা রেকর্ড করা হয়।
আপ্যায়নের পর ৩.৩০ এ সবাই মারকাযে চলে আসলে মূল অধিবেশন শুরু হয়। আসাতিযায়ে কিরামের মধ্যে যথাক্রমে বয়ান পেশ করেন, মুফতী উবাইদুর রহমান হাম্মাদ, মুফতী আব্দুর রহমান ফাইয়াজ, মুফতী আমীনুর রশীদ মামনুন ও মুফতী কামরুল হাসান কাসেমী হাফিযাহুমুল্লাহ।
এরই মাঝে অনুষ্ঠানে এসে উপস্থিত হন প্রধান মেহমান শাইখুল হাদীস আল্লামা উবাইদুল্লাহ ফারুক দা. বা.। সাথে ছিলেন বারিধারা মাদরাসার মুহাদ্দিস মুফতী জাবের কাসেমী ও মানিকনগর জামিয়া ইসহাকিয়ার শিক্ষক, বিশিষ্ট কলামিস্ট ও আলেম সাংবাদিক মুফতী মোস্তফা ওয়াদুদ কাসেমী হাফিযাহুমুল্লাহ।
এ ছাড়াও অনুষ্ঠানে তাশরিফ আনেন, এলিফ্যান্ট রোড নূরানী গার্ডেন মাদরাসার পরিচালক, মাদরাসা জায়েদ বিন সাবেত, সখিপুর, টাঙ্গাইলের মুহতামিম মাওলানা ফুরক্বানুল ইসলাম আশুতিয়া, দারুল উলুম শাহে প্রতাপ মাদরাসা, নরসিংদীর শিক্ষাসচিব মাওলানা আলী হোসাইন ও ইফতা বিভাগের বিভাগীয় প্রধান মাওলানা ছফীউল্লাহ প্রমুখ হাফিযাহুমুল্লাহ।
পবিত্র কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করেন হৃদয় গলে সিরিজের লেখক, প্রখ্যাত আলেমে দ্বীন ও মারকাযুদ দুরুসের ফারেগ মাওলানা মুফীজুল ইসলাম। এরপর মেহমানবৃন্দ একে একে বয়ান পেশ করেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মারকাযের নাযিম ও আমীনুত তালীম মুফতী সাঈদ আল হাসান ও সিনিয়র উস্তায মুফতী আব্দুর রহমান ফাইয়াজ। – খতিব, প্যারাগন সিরামিক জামে মসজিদ, গাজীপুর।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা সহযোগী হিসেবে ছিলেন, মারকাযুদ দুরুসের অর্থ সচিব ও মাসিক আদর্শ নারীর ম্যানেজার মাওলানা কবির হুসাইন মাদারিপুরী, কম্পিউটার ইনচার্জ জনাব মুহিউদ্দীন, মাসিক আদর্শ নারীর সাবেক প্রকাশনা সহযোগী মাওলানা হুসাইন আহমাদ প্রমুখ।
এ ছাড়াও দেশ বরেণ্য আরও অনেক ওলামায়ে কিরাম তাশরিফ আনেন।
মেহমানদের বক্তব্যের পর মারকাযের ইফতা বিভাগের বার্ষিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করেন শিক্ষাসচিব মুফতী সাঈদ আল হাসান। এরপর সকল শিক্ষার্থীদের যথারীতি দস্তারে ফজীলত তথা পাগড়ি প্রদান করেন মেহমানবৃন্দ।
বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী যথাক্রমে মাওলানা মুহাম্মদ মুফীজুল ইসলাম, মাওলানা শহীদুল ইসলাম ও মাওলানা ফজলুল করিমকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এরপর সারা বছর ক্লাসে উপস্থিত থাকা ও কোন অনুপস্থিত না থাকায় মোট ১০জনকে পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সকল ফারেগীনকে সনদ (সার্টিফিকেট), মার্কশিট, জামাতওয়ারি রেজাল্ট এবং উপস্থিত সকলকে মারকাযের পক্ষ থেকে ৩ পিস চাবির রিং ও ২ পিস কলম হাদিয়া প্রদান করা হয়।
বাদ মাগরিব ইসলাহী বয়ান পেশ করেন মাওলানা ফুরকানুল ইসলাম আশুতিয়া দা. বা.।
সবশেষে নাস্তার মাধ্যমে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেখতে ক্লিক করুন durus.us/ifta-final-23-24
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মারকাযুদ দুরুস আল ইসলামিয়া থেকে
যারা তাখাসসুস ফিল ইফতা সম্পন্ন করলেন : –
ইফতা বিভাগ ৪র্থ বর্ষ ২০২৩-২০২৪
শিক্ষার্থীদের তালিকা
রোল নং | নিবন্ধন নং | নাম | পিতার নাম | স্থায়ী ঠিকানা | বর্তমান ঠিকানা | রক্তের গ্রুপ |
---|---|---|---|---|---|---|
১ | ৬৮ | মোকছেদুল ইসলাম | মোঃ আকবর আলী | পায়রাবতীকৃষ্ণপুর, হুলাশুগন্জ, মিঠাপুকুর, রংপুর | আশুলিয়া, সাভার, ঢাকা | B+ |
২ | ৬৯ | মাহবুবুল হাসান | মৃত মোঃ মহারাজ মিয়া খান | গ্রাম: পীরবাড়ি ডাকঘর: দারুল আরকাম থানা: ব্রাহ্মণবাড়িয়া সদর জেলা ব্রাহ্মণবাড়িয়া | গ্রাম: পীরবাড়ি ডাকঘর: দারুল আরকাম থানা: ব্রাহ্মণবাড়িয়া সদর জেলা ব্রাহ্মণবাড়িয়া | O+ |
৩ | ৭০ | হা. মুহাম্মাদ নোমান | মাওলানা সাব্বির আহমদ | গ্রাম.মাঝের পাড়া, পোস্ট অফিস.শাহপরীর দ্বীপ, থানা. টেকনাফ,জেলা.কক্সবাজার। | গ্রাম.মাঝের পাড়া, পোস্ট অফিস.শাহপরীর দ্বীপ, থানা. টেকনাফ,জেলা.কক্সবাজার। | |
৪ | ৭১ | দেলাওয়ার হোসাইন | মৃত আমজাদ হোসাইন | গ্রাম: চঙ্গশিমুলিয়া, পো: ঘিওর, উপজেলা: ঘিওর, জেলা: মানিকগঞ্জ-১৮৪০ | ২ নং তজু সড়ক, খালপাড়, মানিকগঞ্জ। | B+ |
৫ | ৭২ | শাহাদাত হোসেন | শহীদ মন্ডল | পাইথল । জয়ধরখালি। গফরগাঁও। ময়মনসিংহ | পাইথল। জয়ধরখালি।গফরগাঁও। ময়মনসিংহ | O+ |
৬ | ৭৩ | মুহাম্মদ মুফীজুল ইসলাম | মরহুম আব্দুল আজিজ | ভাদুঘর, ভাদুঘর, বি-বাড়িয়া সদর, বি-বাড়িয়া। | মারকাযুল হিদায়া বালিকা মাদরাসা, মাদানীনগর, (শালিধা) নরসিংদী। | O+ |
৭ | ৭৪ | ওবায়দুল্লাহ | মোঃ মিলন তালুকদার | গ্রাম ডাকঘরঃ গুলিসাখালী। উপজেলাঃ মঠবাড়িয়া। জেলাঃপিরোজপুর | ঐ | O+ |
৯ | ৭৬ | শহীদুল ইসলাম | মৃত নজরুল ইসলাম | টিকারচর, নয়াপাড়া, কুসুমহাটি, শেরপুর সদর শেরপুর। | টিকারচর, নয়াপাড়া, কুসুমহাটি, শেরপুর সদর শেরপুর। | A+ |
১০ | ৭৭ | খালেদ সাইফুল্লাহ আল-হুসাইনী | হুসাইন আহমদ | গ্রাম: গন্ধব্যপুর, ডাকঘর: হিরামন বাজার, থানা : সদর, জেলা: লক্ষীপুর। | শ্রীনগর, মুন্সীগঞ্জ। | |
১২ | ৭৯ | আব্দুল্লাহ আল মামুন ইকবাল | হাফিজ মোহাম্মদ আমানউল্লাহ | কোটবাজালিয়া,ভাওয়াল চাঁদপুর, কাপাসিয়া,গাজীপুর | কোটবাজালিয়া, ভাওয়াল চাঁদপুর, কাপাসিয়া,গাজীপুর | O+ |
১৩ | ৮০ | সাখাওয়াতুল্লাহ | রাহমাতুল্লাহ | নওপাড়া, তাজপুর, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ | দক্ষিণ সেহাচর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। | AB+ |
১৫ | ৮২ | যাকওয়ান সাদী | আব্দুল হালিম | গ্রাম : দপদপিয়া ডাকঘর : তিমিরকাঠী থানা: নলছিঠি উপজেলা : নলছিটি জেলা : ঝালকাঠি | গ্রাম : হাউজিং লিমিটেড ডাকঘর : মোহাম্মদপুর থানা :মোহাম্মদপুর উপজেলা :ঐ জেলা: ঐ | B+ |
১৬ | ৮৩ | মোশাহিদ আহমদ | মাওলানা আব্দুস সাত্তার | গ্রাম চারিগাঁও পোস্ট দৌলতনগর থানা বাহুবল জেলা হবিগঞ্জ | ৩৮ নং বাসা ১৪ নং রোড বি ব্লক শাহজালাল উপশহর সিলেট। | A+ |
১৭ | ৮৪ | ফজলুল করিম | নেসার উদ্দিন | বাগবাড়ি, সদর, লক্ষীপুর | সাগুফতা, পল্লবী, ঢাকা | A+ |
১৮ | ৮৫ | মোঃ এনামুল হক | শহীদুল্লাহ | নরসিংদী রায়পুরা | গ্রাম: বিরামপুর ডাকঘর : রায়পুরা উপজেলা: রায়পুরা জেলা: নরসিংদী | |
১৯ | ৮৬ | আব্দুল্লাহ আল মারুফ | আবুল কালাম আজাদ | শেরে বাংলা সড়ক, ৬নং ওয়ার্ড, বাউফল পৌরসভা, বাউফল, পটুয়াখালী। | ৭১/৭২ নাজিমউদ্দিন রোড, বংশাল, ঢাকা -১০০০ | B+ |
২১ | ৮৮ | মোহা: জাকির হোসাইন | মাও:আব্দুর রহমান | ঘোষের টিকিকাটা, মঠবাড়িয়া, পিরোজপুর | ঘোষের টিকিকাটা, মঠবাড়িয়া, পিরোজপুর | B+ |
২৫ | ৯২ | মোঃ আহমদ আলী | মোঃ তোফাজ্জল হোসেন | গ্রাম:গেদুড়া কিসমত কলোনী, ডাকঘর: মন্নাটলি হাঁট, থানা: হরিপুর, জেলা: ঠাকুরগাঁও | গ্রাম: রানাভোলা, ডাকঘর: নিশাত নগর-১৭১১, থানা: উওরা, জেলা: ঢাকা -১২৩০# | O+ |
২৯ | ৯৬ | মোঃ নোমান | আব্দুল কাদির | উত্তর খাইলকুর,পলাগাছ, জাতীয় বিশ্ববিদ্যালয়,গাছা, গাজীপুর। | ঐ | B+ |
৩০ | ৯৭ | আবু বকর সিদ্দিক | মরহুম মোহাম্মদ আব্বাস আলি | ধুকুরঝাড়ী বাজনার বিরল দিনাজপুর | ধুকুরঝাড়ী বাজনার বিরল দিনাজপুর | B+ |
৩১ | ৯৮ | রফিকুল ইসলাম | মুহাম্মাদ আমিনুল ইসলাম | নখাপাড়া নিজপাড়া কল্যাণী বীরগঞ্জ দিনাজপুর | নখাপাড়া নিজপাড়া কল্যাণী বীরগঞ্জ দিনাজপুর | A+ |
৩৮ | ১০৫ | কোমায়েল আমীন | কে.এম.রুহুল আমীন | আন্ডারচর করিমখানের হাট কালকিনি মাদারীপুর | ৩৫৯/১ এলিফ্যান্ট রোড ঢাকা | A+ |
৪১ | ১০৮ | ওসামা মাহমুদ | নাছীর উদ্দীন | বিলাসদী সদর নরসিংদী | বিলাসদী সদর নরসিংদী | Ab+ |
৪৩ | ১১০ | মুহাম্মদ ইয়াসিন খান | মাওলানা আব্দুল কাইয়ুম খান | ধানকী মহেড়া,আরমৈষ্টা, দেলদুয়ার, টাঙ্গাইল। | ঐ | B+ |
৪৫ | ১১২ | কাজী এমদাদুল হক | কাজী আবু তাহের | রামপুর, চান্দুরা,বিজয়নগর,বি-বাড়ীয়া | রামপুর,চান্দুরা,বিজয়নগর,বি-বাড়ীয়া | B+ |
৪৭ | ১১৪ | হাফেজ মোঃ বরকত উল্লাহ মীর | মোঃ তাহের উদ্দিন মীর | গ্রাম রসুলপুর দক্ষিণ ডাকঘর কুমারুলী উপজেলা নান্দাইল জেলা ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ | গ্রাম রোয়াচালা ডাকঘর রোয়াচালা উপজেলা মুরাদনগর জেলা কুমিল্লা বিভাগ চট্টগ্রাম | B+ |
৪৮ | ১১৫ | মোঃ ফয়সাল আহমাদ | মোঃ আমছর উদ্দিন | কয়ড়াকান্দা, বকশীমুল,তারাকান্দা,ময়মনসিংহ | ঐ | Ab+ |
৫০ | ১১৭ | মোঃ শিহাব উদ্দিন | মোহাম্মদ শানু হাওলাদার | উত্তর গাবুয়া গ্রাম, ডাকঘর গাজীপুরা,থানা মির্জিয়াগঞ্জ,জেলা পটুয়াখালী। | ঐ | Av+ |
৫৩ | ১২০ | মোঃ মোজাম্মেল হক | আব্দুর রহমান | চরহোগলা, চরহোগলা মগের, সদর, বরিশাল | আগের | B+ |
৫৬ | ১২৩ | মোঃ ইউসুফ আলী | মোঃআক্কেল আলী | দঃইয়ারিং ছড়ি,মাইনিমুখ বাজার,লংগদু,রাংগামাটি | ঐ | B+ |
৫৭ | ১২৪ | আবির হাসান | আব্দুল খালেক | গাইবান্ধা সদর | মুগদা,ঢাকা | A+ |
৫৯ | ১২৬ | হাঃ সাঈদ আহমদ | মোঃএনায়েতুল করিম | নাটোর সদর নাটোর | বড় আখিড়া ,সান্তাহার, আদমদিঘী বগুড়া | O+ |
৬৩ | ১৩০ | মো: জোবায়েদ হোসাইন ছানী | মরহুম মো: আব্দুল বারী | গ্রাম: বইলর মঠবাড়ী ডাকঘর: বইলর থানা: এিশাল জেলা: ময়মনসিংহ | ঐ | জানিনা |
৬৮ | ১৩৫ | আব্দুল আজিজ | মোঃ আশরাফ আলী | গ্ৰাম নাগরপুর জেলা টাংগাইল | নাগরপুর টাঙ্গাইল | A+ |
৬৯ | ১৩৬ | মুহাম্মদ আবু বকর | মোহাম্মদ শাহজাহান মুন্সী | বিনানই মিরকুটিয়া চৌহালী সিরাজগঞ্জ | বিনানই মিরকুটিয়া চৌহালী সিরাজগঞ্জ | |
৭১ | ১৩৮ | মোঃ বাহাউদ্দীন | মরহুম মোবারক হোসেন ভূঁইয়া | গ্রাম:সুহাতা, ইউনিয়ন: রামরাইল,থানা: বিবাড়িয়া,জেলা: বিবাড়িয়া। | পূর্ব বাসাবো, থানা: সবুজবাগ,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। | O+ |
৭৩ | ১৪০ | মোঃ মিজানুর রহমান | মোঃ ইসমাইল হোসেন | গড়েয়া গোপালপু.র,গড়েয়া, ঠাকুরগাঁও | গড়েয়া গোপালপুর,গড়েয়া, ঠাকুরগাঁও | AB+ |
৭৫ | ১৪২ | মুহাম্মদ তাজুল ইসলাম | এম মোস্তফা কামাল | গ্রাম : তেরো আনা ডাকঘর : রামচন্দ্রপুর থানা : ঝালকাঠি সদর জিলা: ঝালকাঠি | সাহেবের পুকুর পাড়,রোকেয়া আজিম সড়ক, উত্তর আমানত গঞ্জ ৪ নং ওয়ার্ড বরিশাল সিটি করপোরেশন | B+ |
৭৭ | ১৪৪ | হাঃ মোঃ শফিউল ইসলাম | মোঃ জাহিদুল ইসলাম | গ্রামঃ বড় টেংরা ডাকঘরঃ বাংলাবাজার থানাঃ বগুড়া জেলাঃ বগুড়া সদর | গ্রামঃ নতুন সোনাকান্দা ডাকঘরঃ রোহিতপুর থানা ঃ কেরানীগঞ্জ জেলাঃ ঢাকা | A+ |
৮১ | ১৪৮ | তাওহিদুজ্জামান | জনাব কামরুজ্জামান | কলেজ রোড,, মোরেলগঞ্জ,, মোরেলগঞ্জ,, বাগেরহাট। | পাকৈরদেশি,, ধীরাশ্রম, গাজীপুর সদর,, গাজীপুর। | A+ |
৮২ | ১৪৯ | মোঃ ইসমাঈল হোসেন | মোঃ আলতাফ হোসেন | কাজির চর,শেরপুর। | ওয়্যারলেস,জয়দেবপুর, গাজীপুর। | B+ |
৮৩ | ১৫০ | মু: আরিফ বিল্লাহ | নবাব মিয়া | গ্ৰাম: পাগলাকান্দা/ ডাকঘর: কালিহর হাটখোলা/উপজেলা: পূর্ব ধলা /জেলা: নেত্রকোনা | মিরপুর ১২/ ঢাকা ১২১৬ | B+ |
৯০ | ১৫৭ | নিয়ামুল ইসলাম | মৃত:নূর মোহাম্মদ | পত্নীচান,দ: শাহাবাজ পুর,বিরাম পুর, দিনাজপুর | নারচী, সারিয়াকান্দি, বগুড়া | A+ |
৯২ | ১৫৯ | আশফাকুল্লাহ | আব্দুল লতিফ | গ্রাম -কর্পূরডাঙ্গা,ডাকঘর - বেগপুর, জেলা পূর্ব বর্ধমান, পিন নাম্বার -713422 | গ্রাম -কর্পূরডাঙ্গা,ডাকঘর - বেগপুর, জেলা পূর্ব বর্ধমান, পিন নাম্বার -713422 | |
৯৫ | ১৬২ | আবু হুরায়রা | নুরুল ইসলাম | গজধুমডাংগীঃধীরগন্জ বাজারঃহরিপুরঃঠাকুরগাও | ঐ | O+ |
৯৭ | ১৬৪ | দিলাওয়ার হোসাইন | মোঃ মোক্তার হোসেন | নগরঘাটা পাটকেলঘাটা সাতক্ষীরা | নগরঘাটা পাটকেলঘাটা সাতক্ষীরা | B+ |
এ্যালবাম