
ইফতা সমাপনী অনুষ্ঠান ৫ম বর্ষ ২০২৪-২৫ (এ্যালবাম ও রেজাল্ট)
মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী প্রতিষ্ঠিত
জামিয়া মারকাযুদ দুরূস আল-ইসলামিয়ার ২০২৪-২৫ -৫ম শিক্ষাবর্ষের তাখাসসুস ফিল ফিকহ ওয়াল ইফতা বিভাগের সমাপনী অনুষ্ঠান খুব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
সমাপনী অনুষ্ঠানটি গত ২২ ফেব্রুয়ারি, ২০২৫ শনিবার অনুষ্ঠিত হয়।
১ম অধিবেশন ও দারস মারকাযের ৪র্থ তলাস্থ অডিটোরিয়ামে, এরপর ২য় ও ফাইনাল অধিবেশন মানিকনগরস্থ রয়াল ভিলেজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীরে কামিল শাইখ আল্লামা ড. মুশতাক আহমাদ দা.বা.– পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ; প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদীস, জামিয়া শাইখ যাকারিয়া কাঁচকুড়া, উত্তরখান, উত্তরা, ঢাকা।
অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয় সকাল ১১টা থেকে।
সকালে নাস্তার পর্ব শেষ হওয়ার পর যোহর পর্যন্ত উপস্থিত শিক্ষার্থীদের সরাসরি দারস প্রদান করেন মুহতামিম মুফতী আবুল হাসান শামসাবাদী দা.বা. এবং নাযিম মুফতী সাঈদ আল হাসান শামসাবাদী। এরপর সবার মাঝে লাঞ্চ টোকেন বিতরণ করা হয়।
বাদ যোহর মানিকনগর বিশ্বরোডে অবস্থিত রয়েল ভিলেজ রেস্টুরেন্টে সকলের জন্য স্পেশাল আপ্যায়নের ব্যবস্থা করা হয়। আপ্যায়নের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামিয়া দারুল উলুম মতিঝিল ওয়াপদার শাইখুল হাদীস ও শিক্ষাসচিব এবং গোপিবাগ আড়াইলেন জামে মসজিদের সম্মানিত খতীব হযরতুল আল্লাম মাওলানা আহমাদ আলী দা.বা.। আপ্যায়নের পর ২য় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখেন পীর ইয়ামেনি জামে মসজিদের সম্মানিত খতীব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সবার পরিচিত মুখ মুফতী ইমরানুল বারী সিরাজি হাফিযাহুল্লাহ। তাঁর পর বয়ান পেশ করেন এলিফ্যান্ট রোড নূরানী গার্ডেন মাদরাসার পরিচালক, মাদরাসা জায়েদ বিন সাবেত, সখিপুর, টাঙ্গাইলের মুহতামিম মাওলানা ফুরক্বানুল ইসলাম আশুতিয়া।
আসাতিযায়ে কিরামের মধ্যে যথাক্রমে বয়ান পেশ করেন, মুফতী লোকমান হাকীম, মুফতী আব্দুর রহমান ফাইয়াজ, মুফতী আমীনুর রশীদ মামনুন হাফিযাহুমুল্লাহ। মুফতী উবাইদুর রহমান হাম্মাদ অসুস্থতা ও মুফতী সাখাওয়াতুল্লাহ খান ওমরার সফরে থাকায় যুক্ত হতে পারেন নি।
আসরের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট জামে মসজিদের সম্মানিত খতীব মাওলানা আবু সালেহ মো. সলিমুল্লাহ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মারকাযের নাযিম ও আমীনুত তালীম মুফতী সাঈদ আল হাসান ও সিনিয়র উস্তায মুফতী আব্দুর রহমান ফাইয়াজ – খতিব, প্যারাগন সিরামিক জামে মসজিদ, গাজীপুর।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা সহযোগী হিসেবে ছিলেন, মারকাযুদ দুরুসের অর্থ সচিব ও মাসিক আদর্শ নারীর ম্যানেজার মাওলানা কবির হুসাইন মাদারিপুরী, কম্পিউটার ইনচার্জ জনাব মুহিউদ্দীন।
এ ছাড়াও দেশ বরেণ্য আরও অনেক ওলামায়ে কিরাম তাশরিফ আনেন।
বাদ আসর প্রধান মেহমান আগমনের পর মারকাযের ইফতা বিভাগের বার্ষিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করেন শিক্ষাসচিব মুফতী সাঈদ আল হাসান। এরপর সকল শিক্ষার্থীদের যথারীতি দস্তারে ফজীলত তথা পাগড়ি প্রদান করেন মেহমানবৃন্দ।
বার্ষিক পরীক্ষায় ১ম ও ২য় স্থান অধিকারী যথাক্রমে মাওলানা অলি উল্লাহ ও আব্দুল্লাহ মারুফকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। ৩য় স্থান অধিকারী মাওলানা নাইমুর রহমান সরদার অনুপস্থিত ছিলেন।
পরীক্ষায় মুমতায ডিভিশন অর্জনকারী প্রত্যেককে ১ম বারের মত পুরস্কৃত করা হয়। এরপর সারা বছর নিয়মতান্ত্রিক দারসে উপস্থিত থাকায় ৩জনকে মগ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সকল ফারেগীনকে সনদ (সার্টিফিকেট), মার্কশিট, জামাতওয়ারি রেজাল্ট এবং উপস্থিত সকলকে মারকাযের পক্ষ থেকে ১পিস মাসিক আদর্শ নারী, ২ পিস চাবির রিং ও ২ পিস কলম হাদিয়া প্রদান করা হয়।
এ বছর ১ম বারের মত ফারেগীনদের ফুলেল সংবর্ধনা দেয়া হয়। যেটি সবার মাঝে একটি পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে সক্ষম হয়।
বাদ মাগরিব দোয়ার মাধ্যমে শিক্ষাবর্ষের ইতি টানেন প্রধান মেহমান আল্লামা মুশতাক আহমাদ দা.বা.। এরপর জরুরী গমনেচ্ছুদের বিদায় দিয়ে বাকিদের পুনরায় মারকাযে নিয়ে এসে স্পেশাল নাস্তার মাধ্যমে মেহমানদারি করা হয়।
বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেখতে ক্লিক করুন durus.us/ifta-result-24-25
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মারকাযুদ দুরুস আল ইসলামিয়া থেকে
যারা তাখাসসুস ফিল ইফতা সম্পন্ন করলেন : –
ইফতা বিভাগ ৫ম বর্ষ ২০২৪-২০২৫
শিক্ষার্থীদের তালিকা
রোল | নিবন্ধন | নাম | পিতার নাম | রক্তের গ্রুপ | স্থায়ী ঠিকানা | বর্তমান ঠিকানা |
---|---|---|---|---|---|---|
১ | ১৬৫ | অলি উল্লাহ | মাওলানা কামাল উদ্দিন | A+ | গ্রাম: মধ্য জয়নগর , ডাকঘর : চাউলতাতলী , উপজেলা : দৌলতখান , জেলা : ভোলা | গ্রাম: মধ্য জয়নগর , ডাকঘর : চাউলতাতলী , উপজেলা : দৌলতখান , জেলা : ভোলা |
৪ | ১৬৮ | মোঃ আব্দুল্লাহ আনসারী | মৃত রেজাউল করীম | A+ | হাতীমারা, সারদাগঞ্জ, কাশিমপুর, গাজীপুর | ঐ |
৫ | ১৬৯ | হাফেজ আবু হুরায়রা | মোঃ মুক্তার | AB+ | ফারাবাড়ী, গোগর বাজার, রাণীশংকৈল, ঠাকুরগাঁও | ঐ |
৬ | ১৭০ | জাহিদুল করিম | আইয়ুব খান | O+ | ফকিরহাট ফটিকছড়ি চট্টগ্রাম | ওয়াজে দিয়া বায়েজিদ চট্টগ্রাম |
৭ | ১৭১ | মোঃ বরকতুল্লাহ | মোঃ টিপু সুলতান | রক্তের গ্রুপ জানা নেই। | গ্রাম/মহল্লা:সর্বসাংদা, ডাকঘর:ধনেশ্বরগাতী-৭৬২০, থানা:শালিখা, উপজেলা:শালিখা, জেলা:মাগুরা | গ্রাম/মহল্লা:সর্বসাংদা, ডাকঘর:ধনেশ্বরগাতী-৭৬২০, থানা:শালিখা, উপজেলা:শালিখা, জেলা:মাগুরা |
১৫ | ১৭৯ | আব্দুল্লাহ আল মাহমুদ খান | মুফতী হাবীবুর রহমান খান | B+ | আকুয়া মোড়লপাড়া, সদর, মোমেনশাহী। | আকুয়া মোড়লপাড়া, সদর, মোমেনশাহী। |
19 | 183 | রাকিবুল হাসান | হাবিবুর রহমান | O+ | সেনগাঁও আশিকাটি চাঁদপুর সদর চাঁদপুর | খিলগাঁও ঢাকা |
20 | 184 | আবদুল্লাহ খাঁন | Motaleb khan | O+ | সেহাকাঠী: সেহাকাঠী: পটুয়াখালী: পটুয়াখালী | মোহাম্মদী হাউজিং সোসাইটি ৭: মোহাম্মদপুর: মোহাম্মদপুর:ঢাকা ১২০৭ |
23 | 187 | আসাদুজ্জামান ইব্রাহিম | মোঃ আনোয়ার হোসেন | A+ | সোনার কান্দি, গজারিয়া, মুন্সীগঞ্জ | শনির আখড়া, যাত্রাবাড়ী, ঢাকা |
24 | 188 | মনিরুজ্জামান | হাফেজ হাবিবুর রহমান | রক্তের গ্রুপ জানা নেই। | শালিখা, গোলাবাড়ি, মধুপুর, টাংগাইল | শালিখা, গোলাবাড়ি, মধুপুর, টাংগাইল |
26 | 190 | ফরিদুল ইসলাম | মোঃ আব্দুল বারেক বেপারি | O+ | হারুয়া বাড়ি, কাউনিয়ার চর, দেওয়ানগঞ্জ, জামালপুর | হারুয়া বাড়ি, কাউনিয়ার চর, দেওয়ানগঞ্জ, জামালপুর |
27 | 191 | আব্দুল্লাহ মারুফ | মো: হানিফ | O+ | নারচর,চৌমুহনী বাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা | নারচর,চৌমুহনী বাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা |
28 | 192 | হাঃ আব্দুর রহমান সাঈদ | মোঃ আবদুল মান্নান | B+ | সিরতা ভরুয়াকন্দা-সিরতা বাজার-সদর-মোমেনশাহী | সিরতা ভরুয়াকান্দা-সিরতা বাজার-সদর-মোমেনশাহী |
29 | 193 | মুহা: জুবাইর কবীর | মো:আব্দুর রাশিদ | O+ | দিগলা,কে আমতলা,নেত্রকোনা সদর, নেত্রকোনা | দিগলা,কে আমতলা,নেত্রকোনা সদর, নেত্রকোনা। |
32 | 196 | বেলাল হুসাইন | মোঃ আলাউদ্দিন | AB+ | গ্রাম জামালপুর ডালঘর বড় চাপা থানা মনোহরদী জেলা নরসিংদী | ঐ |
39 | 203 | মুহিব্বুল্লাহ সা'দী | হাফেজ মুহাম্মদ হেদায়েতুল্লাহ | B+ | জিগাতলা, লেংগুড়া, কলমাকান্দা, নেত্রকোনা। | ঐ |
42 | 206 | মুহাম্মাদ আকমাল হুসাইন | শেখ সৈয়দ | B+ | গ্রাম: ইসমাঈল শেখের ডাঙ্গী, ডাকঘর: চর চাঁদ পুর, থানা: সদরপুর, জেলা: ফরিদপুর | গ্রাম: ইসমাঈল শেখের ডাঙ্গী, ডাকঘর: চর চাঁদ পুর, থানা: সদরপুর, জেলা: ফরিদপুর |
43 | 207 | আবু বকর সিদ্দিক | হাবিল উদ্দিন | রক্তের গ্রুপ জানা নেই। | কাঠাদ্বারা ডাকঘর গুনভরী থানা ফুলছড়ী জেলা গাইবান্ধা | ফুরকানিয়া গাইবান্ধা সদর গাইবান্ধা |
49 | 213 | মোঃ মিজানুর রহমান | মোঃ দুলাল চৌকিদার | B+ | বলু সরদার পাড়া,কোদালপুর,গোশাইর হাট,শরীয়তপুর | ঐ |
56 | 220 | মোঃ আনাস আহমদ | আঃ রহমান | A+ | গাজীপুর মধ্যে পাড়া, ডাকঘর গাজীপুর, থানা , শ্রীপুর,জেলা গাজীপুর, | ঐ |
63 | 227 | আরিফ বিল্লাহ | আবুল বাশার | O+ | গ্রাঃ শরস পুর .পোঃ পহর ডাংগা.থানাঃ নড়াগাতী . জেলা নড়াইল. | ঐ |
68 | 232 | নাইমুর রহমান সরদার | মো: নাজির সরদার | A+ | গ্রাম: গড়খালি ডাকঘর: বটবুনিয়া থানা: দাকোপ জেলা: খুলনা | একই |
81 | 246 | মো: মেহরাবুল হক চৌধুরী মাসরুর | মাওলানা মঞ্জুরুল হক চৌধুরী | রক্তের গ্রুপ জানা নেই। | কালিয়ার ভাঙ্গা নবিগঞ্জ | সিলেট |
82 | 247 | আহসান হাবীব | নজরুল ইসলাম | O+ | উত্তর হাটবামুণী,কামার পাড়া, সাদুল্লাপুর, গাইবান্ধা | পলাশনগর, মিরপুর ১১,ঢাকা |
84 | 249 | মুহাম্মাদ হাসান | সহর আলী | AB+ | দিগার কান্দা, আমলী তলা, সদর ময়মনসিংহ। | ঐ |
86 | 251 | মোহাম্মাদ আবু বকর সিদ্দিক | মোহাম্মদ আব্দুল ওয়াদুদ | A+ | West volayal. Block - B , Narayanganj shadar , Fatullah ,Narayanganj | West volayal. Block - B , Narayanganj shadar , Fatullah ,Narayanganj |
87 | 252 | বোরহান উদ্দিন | মো: রতন মিয়া | B+ | ময়মনসিংহ | ওয়াসা রোড |
এ্যালবাম

বাদ যোহর মানিকনগর বিশ্বরোডে অবস্থিত রয়েল ভিলেজ রেস্টুরেন্টে সকলের জন্য স্পেশাল আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

বাম থেকে –
১। মুফতী ইমরানুল বারী সিরাজী, খতিব- পীর ইয়ামেনি জামে মসজিদ
২। মাওলানা আহমাদ আলী; শাইখুল হাদীস, জামিয়া দারুল উলুম মতিঝিল ওয়াপদা মাদরাসা।
খতিব, গোপিবাগ আড়াইলেন জামে মসজিদ
৩। সঞ্চালনায় ছিলেন মারকাযের উস্তায মুফতী আব্দুর রহমান ফাইয়ায, ইমাম ও খতিব, প্যারাগন সিরামিক জামে মসজিদ, গাজীপুর।

অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখেন পীর ইয়ামেনি জামে মসজিদের সম্মানিত খতীব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সবার পরিচিত মুখ মুফতী ইমরানুল বারী সিরাজি হাফিযাহুল্লাহ। https://youtu.be/i38jBtuRUTc

বয়ান পেশ করেন এলিফ্যান্ট রোড নূরানী গার্ডেন মাদরাসার পরিচালক, মাদরাসা জায়েদ বিন সাবেত, সখিপুর, টাঙ্গাইলের মুহতামিম মাওলানা ফুরক্বানুল ইসলাম আশুতিয়া।

বয়ান করছেন উস্তায মুফতী আমীনুর রশীদ মামনুন, জিম্মাদার, ইফতা বিভাগ, তালীমুল কুরআন ইসলামিয়া মাদ্রসা, তেজগাও ট্র্যাক স্ট্যান্ড মসজিদ, ঢাকা

বয়ান করছেন উস্তায মুফতী লোকমান হাকীম, মুদাররিস, জামিয়া আরাবিয়া বাইতুস সালাম মাদরাসা। উত্তরা, সেক্টর-২, ঢাকা ১২৩০

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীরে কামিল শাইখ আল্লামা ড. মুশতাক আহমাদ দা.বা.- পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ; প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদীস, জামিয়া শাইখ যাকারিয়া কাঁচকুড়া, উত্তরখান, উত্তরা, ঢাকা।