নুরানী মুয়াল্লিম ট্রেনিং ৫ম ব্যাচের পরীক্ষার ফলাফল

নুরানী মুয়াল্লিম ট্রেনিং ৫ম ব্যাচের পরীক্ষার ফলাফল

কওমি মাদরাসার সাথে সম্পৃক্ত আলেম ওলামাদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার প্ল্যাটফর্ম কওমী ইয়ুথ ক্লাব – কওমী যুব সংঘ এর উদ্যোগে, বাংলাদেশ নূরানী তালীমুল কুরআন ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালনায় এবং জামিয়া মারকাযুদ দুরুস আল ইসলামিয়ার আয়োজনে গত ৭ জুলাই থেকে ৬ অক্টোবর ২০২৪ পর্যন্ত ৩ মাস মেয়াদে অনুষ্ঠিত হয় বিশেষায়িত নূরানী মু’আল্লিম ট্রেনিং কোর্স এর ৫ম ব্যাচ।

কোর্সটি পরিচালনায় ছিলেন, বাংলাদেশ নূরানী তালীমুল কুরআন ট্রেনিং ইন্সটিটিউটের প্রধান পরিচালক মুফতী আবুল হাসান শামসাবাদী এবং সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন মারকাযুদ দুরুসের নায়িবে মুহতামিম মুফতী সাঈদ আল হাসান

কোর্স সমাপনীর পর সমস্ত শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

একনজরে পরীক্ষার ফলাফল-

মোট পরীক্ষার্থী – ৩১ জন।
পরীক্ষায় অংশগ্রহণ করেছে – ২৩ জন।
অনুপস্থিত – ৯ জন।
পাশের হার – ১০০%।
১ম বিভাগ – ৫ জন।
২য় বিভাগ – ১২ জন।
৩য় বিভাগ – ৪ জন।
সাধারণ বিভাগ – নেই।
ফেইল – নেই।

বিভাগ বিন্যাস করা হয়েছে নিম্নরূপ

গড়
৮০-১০০ – ১ম বিভাগ
৭০-৭৯ – ২য় বিভাগ
৬০-৬৯ – ৩য় বিভাগ
৫০-৫৯ – সাধারণ বিভাগ
০-৪৯ – ফেল

পরীক্ষার সাবজেক্ট ছিল ৫টি :-  

১. নুরানী ত্বরীকে তালীম

২. নূরানী হাতের লেখা ও বোর্ড প্রাক্টিক্যাল

৩. কুরআন মাজীদ তিলাওয়াত

৪. কালিমা, হাদীস, মাসআলা ও মাসনূন দোয়া

৫. বিবিধ (ক্লাসে উপস্থিতি, নিয়মতান্ত্রিক মেহনত, সবকের ইহতিমাম ও কিছু নির্দিষ্ট কাজ)

৫০০ নাম্বারের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে মেধাতালিকার শীর্ষে অবস্থান করছেন যথাক্রমে-

রোল নং আইডি নং শিক্ষার্থীর নাম মোট নাম্বার গড় মেধাক্রম
১৯. 6449 মো: আবু বকর সিদ্দিক ৪২১ ৮৪.২ ১ম
৫২. 6482 মোহাম্মাদ গোলামুর রহমান ৪১৭ ৮৩.৪ ২য়
১৫. 6445 ফুয়াদ ৪১৬ ৮৩.২ ৩য়


সম্পূর্ণ রেজাল্ট নিম্নে প্রদত্ত হল:-

কওমী ইয়ুথ ক্লাব আয়োজিত
বাংলাদেশ নূরানী তালীমুল কুরআন ট্রেনিং ইন্সটিটিউট পরিচালিত

নূরানী মু'আল্লিম ট্রেনিং কোর্স
ব্যাচ ৫ (৭ জুলাই থেকে ৬ অক্টোবর ২০২৪ পর্যন্ত ৩ মাস মেয়াদী)
——⁕ পরীক্ষার ফলাফল ⁕——

রোল নংআইডি নংশিক্ষার্থীর নামত্বরীকে তালীমহাতের লেখা ও প্রাক্টিক্যালকুরআন মাজীদহাদীস, মাসআলা ও মাসনূন দোয়াবিবিধমোট নাম্বারগড়বিভাগমেধাক্রম
১.6431রাকিব উদ্দিন৮০৭৭৭৫৮০৬৬৩৭৮৭৫.৬২য় বিভাগ১২
৩.6433মোঃ মোস্তাকিম৬৮৭২৮৫৭৫৭০৩৭০৭৪২য় বিভাগ১৫
৬.6436মমিনুর রহমান ফরায়েজী৭৮৬০৭৬৫৩৬৬৩৩৩৬৬.৬৩য় বিভাগ১৯
৮.6438শেখ আশরাফ আলী৮৪৬৫৮০৩৫৮৫৩৪৯৬৯.৮৩য় বিভাগ১৮
১৫.6445ফুয়াদ৮৬৭৮৭২৮৫৯৫৪১৬৮৩.২১ম বিভাগ৩য়
১৯.6449মো: আবু বকর সিদ্দিক৭১৮৫৮০৯০৯৫৪২১৮৪.২১ম বিভাগ১ম
২১.6451হাফেজ রুহুল আমীন৭২৫২৮০৪৬৫০৩০০৬০৩য় বিভাগ২১
৩৯.6469সাইফুল ইসলাম৬০৭৫৮৫৭৩৮৬৩৭৯৭৫.৮২য় বিভাগ১১
৪২.6472মোঃ রুহুল আমিন৬৮৮০৭৮৭৫৭৭৩৭৮৭৫.৬২য় বিভাগ১২
৪৬.6476মোঃ হাবিবুর রহমান৬০৮২৭৬৮৩৬০৩৬১৭২.২২য় বিভাগ১৭
৪৮.6478শহীদুল ইসলাম৫৭৫৫৮০৮৯৮৫৩৬৬৭৩.২২য় বিভাগ১৬
৪৯.6479মোহাম্মদ দেলোয়ার হোসাইন৮০x৭৬৬০৫০২৬৬xxx
৫২.6482মোহাম্মাদ গোলামুর রহমান৮২৮০৭৫৯৫৮৫৪১৭৮৩.৪১ম বিভাগ২য়
৫৬.6486হাফজ হারেছ৬৭৭২৮৮৭৫৮৪৩৮৬৭৭.২২য় বিভাগ
৫৮.6488মোঃ আবু ছালেক৫৮৬৫৭৮৯০৮০৩৭১৭৪.২২য় বিভাগ১৪
৬৩.6493শাব্বির আহমাদ৮০৮২৮০৯০৭৮৪১০৮২১ম বিভাগ
৭৪.6504মোঃ জাহাঙ্গীর আলম৭৭৫০৮৩৯০৮৫৩৮৫৭৭২য় বিভাগ
৭৫.6505কাওসার হাবিব৭৪x৭৮৮৩৮৪৩১৯xxx
৮২.6512মোহাম্মদ রিজওয়ান উদ্দিন৭৬৮০৮৫৮৫৮৭৪১৩৮২.৬১ম বিভাগ
৮৩.6513মুহাম্মাদ সাইফুল ইসলাম৭৫৫০৭৫৬৫৫৫৩২০৬৪৩য় বিভাগ২০
৯৪6524মোঃ সোহাগ মামুন৯৩৮০৭২৭৮৭৫৩৯৮৭৯.৬২য় বিভাগ
৯৭6527রায়হান কাবির৮১৭৭৯০৮৫৫০৩৮৩৭৬.৬২য় বিভাগ১০
৯৯6529লোকমান হাকিম৮৪৭৬৮৫৭৫৭০৩৯০৭৮২য় বিভাগ