মারকাযের উদ্দেশে মাও. মুহিউদ্দীন রব্বানীর স্বরচিত গজল: শিক্ষার্থী ২০২২-২৩
এসেছিলাম মোরা এই মারকাজে এলমে ওহীর সন্ধানে,
পান করেছি অমিয় শুধা মেহনতী ওস্তাদের কল্যাণে,
হৃদয়ে সবাই ভাই ভাই সদা যেন এক দেহ এক প্রাণ,
প্রণয় প্রীতির শক্ত বাঁধন দান করেছেন আল্লাহ মহান,
দূরে দূরে থেকে সব দিক মিলিয়ে কেটেছে রাত দিন ,
সুখের পরিবার যেন গড়ে উঠিল আমাদের প্রতিদিন ,
সময়ের স্রোতে আজ এসেছে বিদায় বিচ্ছেদের ডাক,
চোখের শত অস্ত্র নিয়েও বাঁজাতে হবে বিদায়ী ঢাক,
বাজাতে হবে বিদায়ী ঢাক ।
মহসিন হোসাইন ফজলে রাব্বি ইউনুস আযীম উদ্দিন ,
হাসীন গোফরান আবু হানিফা তাবারুক সালেহ উদ্দিন ,
আজিজুর রহমান এমদাদুল হক তৈয়বুল্লাহ ও খাইরুদ্দীন,
নজরুল ইসলাম হাফিজসহ আরো আছে দুই আব্দুল আলীম,
আব্দুর রহমান মতিউর রহমান আতিকুল্লাহ ও মহিউদ্দিন।
মোনাজাতে করিবো স্মরণ সদা সবাই সবাইকে,
ভুলি না যেন কখনো কভু কেউ কোন ভাইকে,
জীবন চলার পথে কখনো হয় যদি কারো সাথে দেখা ?
তখনও ভাবিব আপন তাকে ভাবনা নিজেকে একা,
ভাববো না নিজেকে একা।
যাদের পরশে ইলমি গবেষণা ধন্য মোদের ,,
আল্লামা আবুল হাসান প্রতিষ্ঠাতা মারকাযের ,
আমীনুর রশিদ, কামরুল ইসলাম, মুফতী সাঈদ আল হাসান
আরিফ জব্বার সহ ওনারা সবাই করেছেন দরস দান,
হৃদয়ের গভীর থেকে করছি দুয়া নেক হায়াতের,
আমাদের মাথায় দীর্ঘ হোক স্নেহ ছায়া তাঁদের,
আল্লাহ আল্লাহ কবুল করো আমাদের আল্লাহ আল্লাহ কবুল কর আমাদের।
কথা ও সুর
মুহিউদ্দীন রব্বানী
উৎসর্গ: মারকাযুদ দুরুস আল ইসলামিয়া, ইফতা বিভাগ, মানিকনগর ঢাকা।