ইফতা বিভাগের ১ম সেমিস্টার পরীক্ষা ২০২৩-২৪ এর ফলাফল
জামিয়া মারকাযুদ দুরুস আল ইসলামিয়ার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইফতা বিভাগের ১ম সেমিস্টার পরীক্ষা গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ২ সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়।
পরীক্ষা সম্পন্ন হবার পর কয়েক ধাপে সকল পরীক্ষার খাতা কুরিয়ার মারফত মারকাযে গ্রহণ, আসাতিযায়ে কিরাম বরাবর প্রেরণ, আসাতিযায়ে কিরাম থেকে সকল খাতা ও রেজাল্ট পৃথক পৃথকভাবে মারকাযে রিসিভ এবং অবশেষে একসাথে রেজাল্ট প্রসেসিঙয়ের লম্বা জার্নি শেষ হবার পর আজ ১১ নভেম্বর ২০২৩ দুপুর ২.৩০ এ নাযিমে তালিমাত মুফতী সাঈদ আল হাসান হাফিযাহুল্লাহ রেজাল্ট ঘোষণা করেন। এরপর মারকাযের মুহতামিম মুফতী আবুল হাসান শামসাবাদী দা.বা. রেজাল্টের মূল্যায়ন করতঃ শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ নাসীহা পেশ করে দারস প্রদান করেন।
পরীক্ষাটির সাবজেক্ট ছিল মোট ৭টি, অতএব ৭০০ নাম্বারে পরীক্ষা হয়েছে।
পরীক্ষাটির সাবজেক্টগুলো যথাক্রমে:
১. কাওয়াইদুল ফিক্হ, নুসূস ও বাংলা,
২. আল আশবাহ ওয়ান নাযাইর,
৩. শরহু উকূদি রসমিল মুফতী,
৪. দুররুল মুখতার ও বুহুস ফী কাযায়া ফিকহিয়্যাহ,
৫. সিরাজী ফিল মীরাস,
৬. ফিকহী মুহাযারা,
এবং ৭. তামরীনুল ইফতা
একনজরে ১ম সেমিস্টার পরীক্ষা ২০২৩-২৪র ফলাফল-
মোট পরীক্ষার্থী – ৪৪ জন।
পরীক্ষায় অংশগ্রহণ করেছে – ৩৭ জন।
অনুপস্থিত – ৭ জন।
পাশের হার – ৯৫%।
মুমতায (স্টার মার্ক) পেয়েছে – ১৩ জন।
জাইয়িদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে – ১৭ জন।
জাইয়িদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে – ৩ জন।
মাক্ববূল (সাধারণ) বিভাগে উত্তীর্ণ হয়েছে – ২ জন।
রাসিব (ফেল) পেয়েছে – ২ জন।
বিভাগ বিন্যাস করা হয়েছে নিম্নরূপ-
গড়
৮০-১০০ মুমতায
৬৫-৭৯ জাইয়িদ জিদ্দান
৫০-৬৪ জাইয়িদ
৩৫-৪৯ মাক্ববূল
০-৩৪ রাসিব (ফেল)
৭০০ নাম্বারের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে মেধাতালিকার শীর্ষে অবস্থান করছেন যথাক্রমে-
রোল নং | শিক্ষার্থীর নাম | মোট নাম্বার | গড় | মেধাক্রম |
৬ | মুহাম্মদ মুফীজুল ইসলাম | ৬৩৮ | ৯১.১ | ১ম |
১৭ | ফজলুল করিম | ৬২৩ | ৮৯ | ২য় |
৪ | মুহাম্মদ দেলাওয়ার হোসাইন | ৬০৯ | ৮৭ | ৩য় |
সম্পূর্ণ রেজাল্ট নিম্নে প্রদত্ত হল:
জামি‘আ মারকাযুদ দুরূস আল-ইসলামিয়া
ইফতা বিভাগ ২০২৩-২৪ শিক্ষাবর্ষ
১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল (সেপ্টেম্বর ২০২৩)
রোল নং | নিবন্ধন নং | শিক্ষার্থীর নাম | কাওয়াইদুল ফিক্হ, নুসূস ও বাংলা | আল আশবাহ ওয়ান নাযাইর | শরহু উকূদি রসমিল মুফতী | দুররুল মুখতার ও বুহুস ফী কাযায়া ফিকহিয়্যাহ | সিরাজী ফিল মীরাস | ফিকহী মুহাযারা | তামরীনুল ইফতা | মোট নাম্বার | গড় | বিভাগ | মেধাক্রম |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ৬৮ | মোকছেদুল ইসলাম | ৮৬ | ৮২ | ৯৩ | ৮৯ | ৯৭ | ৬৫ | ৯৪ | ৬০৬ | ৮৬.৬ | মুমতায | ৬ষ্ঠ |
২ | ৬৯ | মাহবুবুল হাসান | ৮৮ | ৮৬ | ৯৬ | ৯০ | ৮৫ | ৬৮ | ৯৫ | ৬০৮ | ৮৬.৯ | মুমতায | ৪র্থ |
৩ | ৭০ | হা. মুহাম্মাদ নোমান | ৬৮ | ৭৭ | ৭৫ | ৯০ | ৭০ | ৭৩ | ৯৫ | ৫৪৮ | ৭৮.৩ | জাইয়িদ জিদ্দান | ১৬তম |
৪ | ৭১ | মুহাম্মদ দেলাওয়ার হোসাইন | ৮৫ | ৮০ | ৯২ | ৮৭ | ৯৯ | ৭০ | ৯৬ | ৬০৯ | ৮৭ | মুমতায | ৩য় |
৫ | ৭২ | শাহাদাত হোসেন | ৬৫ | ৭২ | ৮১ | ৬১ | ৬৩ | ৭৯ | ৩৫ | ৪৫৬ | ৬৫.১ | জাইয়িদ জিদ্দান | ৩০তম |
৬ | ৭৩ | মুহাম্মদ মুফীজুল ইসলাম | ৯২ | ৯০ | ৯৮ | ৯২ | ৮৮ | ৮০ | ৯৮ | ৬৩৮ | ৯১.১ | মুমতায | ১ম |
৭ | ৭৪ | ওবায়দুল্লাহ | ৭৩ | ৭৫ | ৭৩ | ৭৪ | ৬০ | ৫০ | ৮৫ | ৪৯০ | ৭০ | জাইয়িদ জিদ্দান | ২৫তম |
৯ | ৭৬ | শহীদুল ইসলাম | ৯৫ | ৮৫ | ৮৭ | ৮৪ | ৮৯ | ৭০ | ৯৭ | ৬০৭ | ৮৬.৭ | মুমতায | ৫ম |
১০ | ৭৭ | খালেদ সাইফুল্লাহ আল-হুসাইনী | ৭০ | ৭৫ | ৮৯ | ৯১ | ৭১ | ৮০ | ৯৪ | ৫৭০ | ৮১.৪ | মুমতায | ১২তম |
১২ | ৭৯ | আব্দুল্লাহ আল মামুন ইকবাল | ৬১ | ৭৫ | ৭৪ | ৭৮ | ৯৫ | ৬৩ | ৯১ | ৫৩৭ | ৭৬.৭ | জাইয়িদ জিদ্দান | ১৯তম |
১৩ | ৮০ | সাখাওয়াতুল্লাহ | ৮৫ | ৮২ | ৯৭ | ৮৮ | ৮১ | ৫৫ | ৯৫ | ৫৮৩ | ৮৩.৩ | মুমতায | ৮ম |
১৬ | ৮৩ | মোশাহিদ আহমদ | ৬৫ | ৭৫ | ৭১ | ৮১ | ৫১ | ৮১ | ৭৩ | ৪৯৭ | ৭১ | জাইয়িদ জিদ্দান | ২৩তম |
১৭ | ৮৪ | ফজলুল করিম | ৯২ | ৯০ | ৯৫ | ৯২ | ৮০ | ৮০ | ৯৪ | ৬২৩ | ৮৯ | মুমতায | ২য় |
১৮ | ৮৫ | মোঃ এনামুল হক | ৭৮ | ৮২ | ৮৮ | ৮১ | ৭৬ | ৭২ | ৫২ | ৫২৯ | ৭৫.৬ | জাইয়িদ জিদ্দান | ২০তম |
১৯ | ৮৬ | আব্দুল্লাহ আল মারুফ | ৫৫ | ৭০ | ৮০ | ৩৫ | ৭১ | ৭১ | ৯৫ | ৪৭৭ | ৬৮.১ | জাইয়িদ জিদ্দান | ২৭তম |
২১ | ৮৮ | মোহা: জাকির হোসাইন | ৯৩ | ৮২ | ৭৮ | ৮০ | ৮৩ | ৭৮ | ৯৪ | ৫৮৮ | ৮৪ | মুমতায | ৭ম |
২৫ | ৯২ | মোঃ আহমদ আলী | ৫০ | ৬৮ | ৭২ | ৫০ | ৬৫ | ৬০ | ৯৩ | ৪৫৮ | ৬৫.৪ | জাইয়িদ জিদ্দান | ২৯তম |
২৬ | ৯৩ | মো: ফয়জুল্লাহ নাঈম | x | x | x | x | x | x | x | x | x | x | x |
২৯ | ৯৬ | মোঃ নোমান | ৬০ | ৬৭ | ৭২ | ৮১ | ৮৩ | ৫৩ | ৫০ | ৪৬৬ | ৬৬.৬ | জাইয়িদ জিদ্দান | ২৮তম |
৩০ | ৯৭ | আবু বকর সিদ্দিক | ৮৭ | ৮০ | ৬৫ | ৭৪ | ৭৫ | ৬৫ | ৯৫ | ৫৪১ | ৭৭.৩ | জাইয়িদ জিদ্দান | ১৮তম |
৩১ | ৯৮ | রফিকুল ইসলাম | ৮৫ | ৭৫ | ৪৫ | ৭৯ | ৭৩ | ৬২ | ৯৫ | ৫১৪ | ৭৩.৪ | জাইয়িদ জিদ্দান | ২১তম |
৩৮ | ১০৫ | কোমায়েল আমীন | ৯০ | ৮৩ | ৯৩ | ৮৪ | ৭৮ | ৫৫ | ৯৬ | ৫৭৯ | ৮২.৭ | মুমতায | ৯ম |
৪১ | ১০৮ | ওসামা মাহমুদ | x | x | x | x | x | x | x | x | x | x | x |
৪৩ | ১১০ | মুহাম্মদ ইয়াসিন খান | ৫৫ | ৬০ | ৭২ | ৭৫ | ৮০ | ৫৮ | ৯৪ | ৪৯৪ | ৭০.৬ | জাইয়িদ জিদ্দান | ২৪তম |
৪৫ | ১১২ | কাজী এমদাদুল হক | ৮০ | ৮২ | ৯৩ | ৭০ | ৮৭ | ৭০ | ৯০ | ৫৭২ | ৮১.৭ | মুমতায | ১১তম |
৪৭ | ১১৪ | হাফেজ মোঃ বরকত উল্লাহ মীর | ৬৬ | ৭৮ | ৯০ | ৮৭ | ৭০ | ৬৫ | ৯০ | ৫৪৬ | ৭৮ | জাইয়িদ জিদ্দান | ১৭তম |
৪৮ | ১১৫ | মোঃ ফয়সাল আহমাদ | ৭৯ | ৭৭ | ৮০ | ৫১ | ৯৪ | ৭৮ | ৯০ | ৫৪৯ | ৭৮.৪ | জাইয়িদ জিদ্দান | ১৫তম |
৪৯ | ১১৬ | হাফিজুল ইসলাম | x | x | x | x | x | x | x | x | x | x | x |
৫২ | ১১৯ | মো: আল-আমিন | ৫০ | ৫৫ | ৪৯ | ৪৮ | ৪২ | ১৫ | ৫২ | ৩১১ | ৪৪.৪ | মাক্ববূল | ৩৫তম |
৫৭ | ১২৪ | আবির হাসান | ৮০ | ৮২ | ৯০ | ৭০ | ৭৮ | ৬০ | ৯০ | ৫৫০ | ৭৮.৬ | জাইয়িদ জিদ্দান | ১৪তম |
৫৯ | ১২৬ | হাঃ সাঈদ আহমদ | ৫০ | ৭৮ | ৮০ | ৬০ | ৭০ | ৫৯ | ৯২ | ৪৮৯ | ৬৯.৯ | জাইয়িদ জিদ্দান | ২৬তম |
৬৮ | ১৩৫ | আব্দুল আজিজ | ৪০ | ৬৫ | ৪৫ | ৫৫ | ৬০ | ৫৫ | ৬৩ | ৩৮৩ | ৫৪.৭ | জাইয়িদ | ৩৩তম |
৭০ | ১৩৭ | মাহমুদুল হাসান | x | x | x | x | x | x | x | x | x | x | x |
৭১ | ১৩৮ | মোঃ বাহাউদ্দীন | x | x | x | x | x | x | x | x | x | x | x |
৭২ | ১৩৯ | মুহাম্মাদুল্লাহ হানযালা | x | x | x | x | x | x | x | x | x | x | x |
৭৩ | ১৪০ | মোঃ মিজানুর রহমান | ৮৯ | ৮২ | ৯৪ | ৮৪ | ৮১ | ৫০ | ৯৫ | ৫৭৫ | ৮২.১ | মুমতায | ১০ম |
৭৭ | ১৪৪ | হাঃ মোঃ শফিউল ইসলাম | ৩৫ | ৩০ | ১০ | ৫২ | ৩৭ | ৭৮ | ১০ | ২৫২ | ৩৬ | রাসিব | ৩৭তম |
৮০ | ১৪৭ | হাফেজ মোঃ মোবারক হুসাইন | ৩৭ | ৬০ | ৫৫ | ১৫ | ৮০ | ১০ | ৫০ | ৩০৭ | ৪৩.৯ | রাসিব | ৩৬তম |
৮১ | ১৪৮ | তাওহিদুজ্জামান | ৮১ | ৬৮ | ৫২ | ৩৫ | ৭৬ | ৪৫ | ৩৫ | ৩৯২ | ৫৬ | জাইয়িদ | ৩২তম |
৮২ | ১৪৯ | মোঃ ইসমাঈল হোসেন | ৩৮ | ৫৫ | ১৮ | ৫০ | ৯১ | ৩৯ | ৩৫ | ৩২৬ | ৪৬.৬ | মাক্ববূল | ৩৪তম |
৮৩ | ১৫০ | মু: আরিফ বিল্লাহ | ৭৮ | ৭০ | ৭৭ | ৬০ | ৮০ | ৫৫ | ৯০ | ৫১০ | ৭২.৯ | জাইয়িদ জিদ্দান | ২২তম |
৮৫ | ১৫২ | নোমান সাদী | x | x | x | x | x | x | x | x | x | x | x |
৯০ | ১৫৭ | নিয়ামুল ইসলাম | ৫৫ | ৬৫ | ৬৮ | ৬৪ | ৬৪ | ৫১ | ৮০ | ৪৪৭ | ৬৩.৯ | জাইয়িদ | ৩১তম |
৯২ | ১৫৯ | আশফাকুল্লাহ | ৮৫ | ৮০ | ৮৩ | ৭৫ | ৮২ | ৭৫ | ৮৫ | ৫৬৫ | ৮০.৭ | মুমতায | ১৩তম |