ইফতা বার্ষিক পরীক্ষা ২০২২-২৩ এর রেজাল্ট
জামিয়া মারকাযুদ দুরুস আল ইসলামিয়া ইফতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গত ১৪ই ফেব্রুয়ারি ২০২৩ থেকে শুরু হয়ে এক সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত হয়।
কয়েক ধাপে সকল পরীক্ষার খাতা কুরিয়ার মারফত মারকাযে গ্রহণ, এরপর কিতাব ওয়ারি ভাগ করে আসাতিজায়ে কিরাম বরাবর কুরিয়ার, সকল রেজাল্ট পৃথকভাবে আসাতিজায়ে কিরাম থেকে রিসিভ এবং অবশেষে একসাথে রেজাল্ট প্রসেসিঙয়ের কাজ শেষ হবার পর গত ১১ই মার্চ বিকেল ৪টায় ইফতা সমাপনি অনুষ্ঠানে শিক্ষাসচিব মুফতি সাঈদ আল হাসান ফাইনাল রেজাল্ট ঘোষণা করেন।
পরীক্ষাটির সাবজেক্ট ছিল মোট ৭টি। সাথে ১ম ও ২য় সেমিস্টারের গড় নাম্বার যুক্ত হয়ে ৯০০ নম্বরে পরীক্ষা হয়। সাবজেক্টগুলো যথাক্রমে: ১) কাওয়াইদুল ফিক্হ ও হিফজুন নুসূস, ২) আল আশবাহ ওয়ান নাযাইর, ৩) মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহ, ৪) আদ দুররুল মুখতার, শরহু উকূদি রসমিল মুফতী ও উসূলুল ইফতা, ৫) সিরাজী ফিল মীরাস, ৬) বুহুস ফী কাযায়া ফিকহিয়্যাহ মুয়াসারা এবং ৭) তামরীনুল ফাতাওয়া।
একনজরে ফাইনাল পরীক্ষার ফলাফল-
মোট পরীক্ষার্থী ২১ জন।
পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২১ জন।
পাশের হার ৯০%।
মুমতায (স্টার মার্ক) পেয়েছে ৭ জন।
জাইয়িদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ৯ জন।
জাইয়িদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩ জন।
মাক্ববুল ২ জন।
বিভাগ বিন্যাস করা হয়েছে নিম্নরূপ-
গড়
৮০-১০০ মুমতায
৬৫-৭৯ জাইয়িদ জিদ্দান
৫০-৬৪ জাইয়িদ
৩৫-৪৯ মাক্ববূল
০-৩৪ রাসিব (ফেল)
৯০০ নাম্বারের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে মেধাতালিকার শীর্ষে অবস্থান করছেন যথাক্রমে-
নিবন্ধন নং | নাম | মোট নাম্বার | গড় | মেধাক্রম |
৫০ | খাইরুদ্দীন ইবনে নাযীর | ৮৩৯ | ৯৩.২ | ১ম |
৪৯ | ইসমাইল হোসাইন | ৭৯৭ | ৮৮.৫ | ২য় |
২৯ | কাজী মুহাম্মাদ ছালেহ উদ্দীন | ৭৯৪ | ৮৮.২ | ৩য় |
বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ রেজাল্ট নিম্নে প্রদত্ত হল:
জামি‘আ মারকাযুদ দুরূস আল-ইসলামিয়া
ইফতা বিভাগ ২০২২-২৩ শিক্ষাবর্ষ
বার্ষিক পরীক্ষার ফলাফল (ফেব্রুয়ারী ২০২২)
রোল নং | নিবন্ধন নং | শিক্ষার্থীর নাম | কাওয়াইদুল ফিক্হ ও হিফজুন নুসূস | আল আশবাহ ওয়ান নাযাইর | মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহ | দুররুল মুখতার, শরহু উকূদ ও উসূলুল ইফতা | সিরাজী ফিল মীরাস | বুহুস ফী কাযায়া ফিকহিয়্যাহ | তামরীনুল ফাতাওয়া | ১ম সেমিস্টার পরীক্ষা (গড়) | ২য় সেমিস্টার পরীক্ষা (গড়) | মোট নাম্বার | গড় | বিভাগ | মেধাক্রম |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১. | ০০২৯ | কাজী মুহাম্মাদ ছালেহ উদ্দীন | ৯৪ | ৯০ | ৮৮ | ৯০ | ৯৮ | ৮৯ | ৯০ | ৭৫ | ৮০ | ৭৯৪ | ৮৮.২ | মুমতায | ৩য় |
৪. | ০০৩২ | আজিমুদ্দীন আহমদ | ৫০ | ৬৭ | ৭০ | ৬১ | ৬৫ | ৬৮ | ৫৫ | ৪৮ | ৪৯ | ৫৩৩ | ৫৯.২ | জাইয়িদ | ১৭তম |
৫. | ০০৩৩ | আবু হানিফা | ৭৫ | ৮০ | ৭৮ | ৮৪ | ৮৬ | ৭০ | ৫০ | ৭৬ | ৭২ | ৬৭১ | ৭৪.৫ | জাইয়িদ জিদ্দান | ১৩তম |
৭. | ০০৩৫ | মো তাবারুক হোসাইন | ৮০ | ৭৭ | ৭৯ | ৬৫ | ৭৮ | ৭৬ | ৯২ | ৭২ | ৭৫ | ৬৯৪ | ৭৭.১ | জাইয়িদ জিদ্দান | ১১তম |
৮. | ০০৩৬ | মুহসিন হোসাইন | ৭৫ | ৭৯ | ৮০ | ৬০ | ৮০ | ৭৮ | ৪৭ | ৫৬ | ৬০ | ৬১৫ | ৬৮.৩ | জাইয়িদ জিদ্দান | ১৬তম |
১০. | ০০৩৮ | সাইদুর রহমান | ৮৮ | ৮৪ | ৬৮ | ৮২ | ৮৮ | ৭৬ | ৬৭ | ৭৯ | ৭৭ | ৭০৯ | ৭৮.৭ | জাইয়িদ জিদ্দান | ৮ম |
১১. | ০০৩৯ | হাসিন গোফরান | ৯৪ | ৮৮ | ৯০ | ৬৩ | ৯৫ | ৭৪ | ৮৫ | ৮১ | ৮৮ | ৭৫৮ | ৮৪.২ | মুমতায | ৪র্থ |
১২. | ০০৪০ | আজিজুর রহমান আরেফী | ৮৫ | ৭৫ | ৮০ | ৮০ | ৮২ | ৭৫ | ৮৫ | ৬৫ | ৭২ | ৬৯৯ | ৭৭.৬ | জাইয়িদ জিদ্দান | ৯ম |
১৩. | ০০৪১ | ফজলে রাব্বি | ৮৮ | ৮৭ | ৮৬ | ৮০ | ৮৫ | ৭২ | ৮৫ | ৭৯ | ৮৩ | ৭৪৫ | ৮২.৭ | মুমতায | ৬ষ্ঠ |
১৪. | ০০৪২ | ইউনুস | ৮০ | ৮০ | ৭৮ | ৭৩ | ৮০ | ৭৭ | ৫০ | ৬২ | ৬৭ | ৬৪৭ | ৭১.৮ | জাইয়িদ জিদ্দান | ১৫তম |
১৫. | ০০৪৩ | মুতিউর রহমান আযাদ | ৮৫ | ৮০ | ৮২ | ৭৫ | ৮৬ | ৭৫ | ৯৫ | ৬০ | ৬০ | ৬৯৮ | ৭৭.৫ | জাইয়িদ জিদ্দান | ১০ম |
১৬. | ০০৪৪ | রফিকুল ইসলাম | ৮৪ | ৬০ | ৬৫ | ৭২ | ৮৪ | ৭৪ | ৮৮ | ৭০ | ৬০ | ৬৫৭ | ৭৩ | জাইয়িদ জিদ্দান | ১৪তম |
১৭. | ০০৪৫ | মুহিউদ্দীন রব্বানী | ৫০ | ৬২ | ৫৬ | ২৮ | ৮০ | ৫০ | ৬০ | ৫০ | ৫৫ | ৪৯১ | ৫৪.৫ | জাইয়িদ | ১৯তম |
১৮. | ০০৪৬ | এমদাদুল হক | ৮৯ | ৮৫ | ৮৮ | ৭২ | ৮২ | ৮০ | ৯৫ | ৭৫ | ৮১ | ৭৪৭ | ৮৩ | মুমতায | ৫ম |
২০. | ০০৪৮ | হাফিজুর রহমান | ৩৫ | ৪০ | ৪২ | ৪৫ | ৬০ | ৫৯ | ৫২ | ৪৪ | ৪০ | ৪১৭ | ৪৬.৩ | মাক্ববূল | ২১তম |
২১. | ০০৪৯ | ইসমাইল হোসাইন | ৯০ | ৮৫ | ৮৬ | ৯৫ | ৯৫ | ৭৭ | ৯৫ | ৮৬ | ৮৮ | ৭৯৭ | ৮৮.৫ | মুমতায | ২য় |
২২. | ০০৫০ | খাইরুদ্দীন ইবনে নাযীর | ৯৮ | ৯০ | ৯৫ | ৯৪ | ৯৮ | ৮৫ | ৯৫ | ৯২ | ৯২ | ৮৩৯ | ৯৩.২ | মুমতায | ১ম |
২৬. | ০০৫৪ | নজরুল ইসলাম | ৫০ | ৬৩ | ৬৫ | ৫৭ | ৬০ | ৭০ | ৪৫ | ৪৫ | ৩৭ | ৪৯২ | ৫৪.৬ | জাইয়িদ | ১৮তম |
৩৩. | ০০৬১ | আব্দুল আলীম বিন সিদ্দিক | ৪৫ | ৫৮ | ৫০ | ৫০ | ৫০ | ৫০ | ৫০ | ৪৫ | ৪০ | ৪৩৮ | ৪৮.৬ | মাক্ববূল | ২০তম |
৩৬ | ০০৬৪ | মুহাম্মদ তৈয়ব উল্লাহ নাসীম | ৮৮ | ৮০ | ৭৫ | ৮১ | ৯০ | ৭৮ | ৮০ | ৭৫ | ৮০ | ৭২৭ | ৮০.৭ | মুমতায | ৭ম |
৩৯ | ০০৬৭ | আব্দুর রহমান রাহমানী | ৭০ | ৮২ | ৮৬ | ৮৩ | ৮২ | ৭০ | ৮৬ | ৫৫ | ৬০ | ৬৭৪ | ৭৪.৮ | জাইয়িদ জিদ্দান | ১২তম |