ইফতা বার্ষিক পরীক্ষা ২০২২-২৩ এর রেজাল্ট

ইফতা বার্ষিক পরীক্ষা ২০২২-২৩ এর রেজাল্ট

জামিয়া মারকাযুদ দুরুস আল ইসলামিয়া ইফতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গত ১৪ই ফেব্রুয়ারি ২০২৩ থেকে শুরু হয়ে এক সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত হয়।

কয়েক ধাপে সকল পরীক্ষার খাতা কুরিয়ার মারফত মারকাযে গ্রহণ, এরপর কিতাব ওয়ারি ভাগ করে আসাতিজায়ে কিরাম বরাবর কুরিয়ার, সকল রেজাল্ট পৃথকভাবে আসাতিজায়ে কিরাম থেকে রিসিভ এবং অবশেষে একসাথে রেজাল্ট প্রসেসিঙয়ের কাজ শেষ হবার পর গত ১১ই মার্চ বিকেল ৪টায় ইফতা সমাপনি অনুষ্ঠানে শিক্ষাসচিব মুফতি সাঈদ আল হাসান ফাইনাল রেজাল্ট ঘোষণা করেন।

পরীক্ষাটির সাবজেক্ট ছিল মোট ৭টি। সাথে ১ম ও ২য় সেমিস্টারের গড় নাম্বার যুক্ত হয়ে ৯০০ নম্বরে পরীক্ষা হয়। সাবজেক্টগুলো যথাক্রমে: ১) কাওয়াইদুল ফিক্হ‌ ও হিফজুন নুসূস, ২) আল আশবাহ ওয়ান নাযাইর, ৩) মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহ, ৪) আদ দুররুল মুখতার, শরহু উকূদি রসমিল মুফতী ও উসূলুল ইফতা, ৫) সিরাজী ফিল মীরাস, ৬) বুহুস ফী কাযায়া ফিকহিয়্যাহ মুয়াসারা এবং ৭) তামরীনুল ফাতাওয়া।

একনজরে ফাইনাল পরীক্ষার ফলাফল-

মোট পরীক্ষার্থী ২১ জন।
পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২১ জন।
পাশের হার ৯০%।
মুমতায (স্টার মার্ক) পেয়েছে ৭ জন।
জাইয়িদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ৯ জন।
জাইয়িদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩ জন।
মাক্ববুল ২ জন।

বিভাগ বিন্যাস করা হয়েছে নিম্নরূপ-

গড়
৮০-১০০ মুমতায
৬৫-৭৯ জাইয়িদ জিদ্দান
৫০-৬৪ জাইয়িদ
৩৫-৪৯ মাক্ববূল
০-৩৪ রাসিব (ফেল)

৯০০ নাম্বারের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে মেধাতালিকার শীর্ষে অবস্থান করছেন যথাক্রমে-

নিবন্ধন নং নাম মোট নাম্বার গড় মেধাক্রম
৫০ খাইরুদ্দীন ইবনে নাযীর ৮৩৯ ৯৩.২ ১ম
৪৯ ইসমাইল হোসাইন ৭৯৭ ৮৮.৫ ২য়
২৯ কাজী মুহাম্মাদ ছালেহ উদ্দীন ৭৯৪ ৮৮.২ ৩য়

বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ রেজাল্ট নিম্নে প্রদত্ত হল: 

জামি‘আ মারকাযুদ দুরূস আল-ইসলামিয়া
ইফতা বিভাগ ২০২২-২৩ শিক্ষাবর্ষ
বার্ষিক পরীক্ষার ফলাফল (ফেব্রুয়ারী ২০২২)

রোল নংনিবন্ধন নংশিক্ষার্থীর নামকাওয়াইদুল ফিক্হ‌ ও হিফজুন নুসূসআল আশবাহ ওয়ান নাযাইরমাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহদুররুল মুখতার, শরহু উকূদ ও উসূলুল ইফতাসিরাজী ফিল মীরাসবুহুস ফী কাযায়া ফিকহিয়্যাহতামরীনুল ফাতাওয়া১ম সেমিস্টার পরীক্ষা (গড়)২য় সেমিস্টার পরীক্ষা (গড়)মোট নাম্বারগড়বিভাগমেধাক্রম
১.০০২৯কাজী মুহাম্মাদ ছালেহ উদ্দীন৯৪৯০৮৮৯০৯৮৮৯৯০৭৫৮০৭৯৪৮৮.২মুমতায৩য়
৪.০০৩২আজিমুদ্দীন আহমদ৫০৬৭৭০৬১৬৫৬৮৫৫৪৮৪৯৫৩৩৫৯.২জাইয়িদ১৭তম
৫.০০৩৩আবু হানিফা৭৫৮০৭৮৮৪৮৬৭০৫০৭৬৭২৬৭১৭৪.৫জাইয়িদ জিদ্দান১৩তম
৭.০০৩৫মো তাবারুক হোসাইন৮০৭৭৭৯৬৫৭৮৭৬৯২৭২৭৫৬৯৪৭৭.১জাইয়িদ জিদ্দান১১তম
৮.০০৩৬মুহসিন হোসাইন৭৫৭৯৮০৬০৮০৭৮৪৭৫৬৬০৬১৫৬৮.৩জাইয়িদ জিদ্দান১৬তম
১০.০০৩৮সাইদুর রহমান৮৮৮৪৬৮৮২৮৮৭৬৬৭৭৯৭৭৭০৯৭৮.৭জাইয়িদ জিদ্দান৮ম
১১.০০৩৯হাসিন গোফরান৯৪৮৮৯০৬৩৯৫৭৪৮৫৮১৮৮৭৫৮৮৪.২মুমতায৪র্থ
১২.০০৪০আজিজুর রহমান আরেফী৮৫৭৫৮০৮০৮২৭৫৮৫৬৫৭২৬৯৯৭৭.৬জাইয়িদ জিদ্দান৯ম
১৩.০০৪১ফজলে রাব্বি৮৮৮৭৮৬৮০৮৫৭২৮৫৭৯৮৩৭৪৫৮২.৭মুমতায৬ষ্ঠ
১৪.০০৪২ইউনুস৮০৮০৭৮৭৩৮০৭৭৫০৬২৬৭৬৪৭৭১.৮জাইয়িদ জিদ্দান১৫তম
১৫.০০৪৩মুতিউর রহমান আযাদ৮৫৮০৮২৭৫৮৬৭৫৯৫৬০৬০৬৯৮৭৭.৫জাইয়িদ জিদ্দান১০ম
১৬.০০৪৪রফিকুল ইসলাম৮৪৬০৬৫৭২৮৪৭৪৮৮৭০৬০৬৫৭৭৩জাইয়িদ জিদ্দান১৪তম
১৭.০০৪৫মুহিউদ্দীন রব্বানী৫০৬২৫৬২৮৮০৫০৬০৫০৫৫৪৯১৫৪.৫জাইয়িদ১৯তম
১৮.০০৪৬এমদাদুল হক৮৯৮৫৮৮৭২৮২৮০৯৫৭৫৮১৭৪৭৮৩মুমতায৫ম
২০.০০৪৮হাফিজুর রহমান৩৫৪০৪২৪৫৬০৫৯৫২৪৪৪০৪১৭৪৬.৩মাক্ববূল২১তম
২১.০০৪৯ইসমাইল হোসাইন৯০৮৫৮৬৯৫৯৫৭৭৯৫৮৬৮৮৭৯৭৮৮.৫মুমতায২য়
২২.০০৫০খাইরুদ্দীন ইবনে নাযীর৯৮৯০৯৫৯৪৯৮৮৫৯৫৯২৯২৮৩৯৯৩.২মুমতায১ম
২৬.০০৫৪নজরুল ইসলাম৫০৬৩৬৫৫৭৬০৭০৪৫৪৫৩৭৪৯২৫৪.৬জাইয়িদ১৮তম
৩৩.০০৬১আব্দুল আলীম বিন সিদ্দিক৪৫৫৮৫০৫০৫০৫০৫০৪৫৪০৪৩৮৪৮.৬মাক্ববূল২০তম
৩৬০০৬৪মুহাম্মদ তৈয়ব উল্লাহ নাসীম৮৮৮০৭৫৮১৯০৭৮৮০৭৫৮০৭২৭৮০.৭মুমতায৭ম
৩৯০০৬৭আব্দুর রহমান রাহমানী ৭০৮২৮৬৮৩৮২৭০৮৬৫৫৬০৬৭৪৭৪.৮জাইয়িদ জিদ্দান১২তম


Ifta Result 2022 2023