ইফতা ১ম সেমিস্টার পরীক্ষা ২০২৪-২৫ এর রেজাল্ট – ফলাফল
জামিয়া মারকাযুদ দুরুস আল ইসলামিয়া ইফতা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম সেমিস্টার পরীক্ষা দেশ স্বাধীনের মাস আগস্টের ১৩ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত ৯ দিন-ব্যাপী অনুষ্ঠিত হয়।
কয়েক ধাপে সকল পরীক্ষার খাতা কুরিয়ার মারফত মারকাযে গ্রহণ, এরপর কিতাবওয়ারি ভাগ করে আসাতিজায়ে কিরাম বরাবর প্রেরণ, সকল রেজাল্ট পৃথকভাবে আসাতিজায়ে কিরাম থেকে রিসিভ এবং সবশেষে একসাথে রেজাল্ট প্রসেসিঙয়ের কাজ শেষ হবার পর ২২ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ২.৪৫টায় শিক্ষাসচিব মুফতী সাঈদ আল হাসান রেজাল্ট ঘোষণা করেন।
পরীক্ষাটির সাবজেক্ট ছিল মোট ৮টি। অতএব মোট ৮০০ নাম্বারে পরীক্ষা হয়।
পরীক্ষার সাবজেক্টগুলো যথাক্রমে:
- কাওয়াইদুল ফিক্হ, নুসূস ও বাংলা
- আল আশবাহ ওয়ান নাযাইর
- দুররুল মুখতার (মুক্বদ্দমা)
- শরহু উকূদি রস্মিল মুফতী
- সিরাজী ফিল মীরাস
- ইসলামী অর্থনীতি
- আবহাসে ফিকহিয়্যাহ
- তামরীনুল ইফতা
একনজরে ফাইনাল পরীক্ষার ফলাফল-
মোট পরীক্ষার্থী – ৩৪ জন।
পরীক্ষায় অংশগ্রহণ করেছে – ২০ জন।
অনুপস্থিত – ১৪ জন।
পাশের হার – ৯০%।
মুমতায (স্টার মার্ক) পেয়েছে – ৫ জন।
জাইয়িদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে – ৮ জন।
জাইয়িদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে – ৪ জন।
মাক্ববূল (সাধারণ) ১ জন।
রাসিব (ফেল) ২ জন।
বিভাগ বিন্যাস করা হয়েছে নিম্নরূপ-
গড়
৮০-১০০ মুমতায
৬৫-৭৯ জাইয়িদ জিদ্দান
৫০-৬৪ জাইয়িদ
৩৫-৪৯ মাক্ববূল
০-৩৪ রাসিব (ফেল)
৮০০ নাম্বারের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে
মেধাতালিকার শীর্ষে অবস্থান করছেন যথাক্রমে-
রোল নং | নিবন্ধন নং | শিক্ষার্থীর নাম | মোট নাম্বার | গড় | মেধাক্রম |
১ | ১৬৫ | অলি উল্লাহ | ৭৩৬ | ৯২ | ১ম |
৮৬ | ২৫১ | আবু বকর সিদ্দিক | ৭১৬ | ৮৯.৫ | ২য় |
৫৭ | ২২১ | সৈয়দ নাঈম আল মুসলিম | ৭০৬ | ৮৮.৩ | ৩য় |
১ম সেমিস্টার পরীক্ষার সম্পূর্ণ রেজাল্ট নিম্নে প্রদত্ত হল:
জামি‘আ মারকাযুদ দুরূস আল-ইসলামিয়া
ইফতা বিভাগ ২০২৩-২৪ শিক্ষাবর্ষ
১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল (আগস্ট ২০২৪)
রোল নং | নিবন্ধন নং | শিক্ষার্থীর নাম | কাওয়াইদুল ফিক্হ, নুসূস ও বাংলা | আল আশবাহ ওয়ান নাযাইর | দুররুল মুখতার (মুক্বদ্দমা) | শরহু উকূদি রস্মিল মুফতী | সিরাজী ফিল মীরাস | ইসলামী অর্থনীতি | আবহাসে ফিকহিয়্যাহ | তামরীনুল ইফতা | মোট নাম্বার | গড় | বিভাগ | মেধাক্রম |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ১৬৫ | অলি উল্লাহ | ৯৯ | ৯৫ | ৯৬ | ৯৮ | ৯৩ | ৮০ | ৮৩ | ৯২ | ৭৩৬ | ৯২ | মুমতায | ১ম |
৩ | ১৬৭ | আবু তালহা | ৬০ | ৭০ | ৫০ | ৭৪ | ৬৬ | ৬৯ | ৬৩ | ৭৫ | ৫২৭ | ৬৫.৯ | জাইয়িদ জিদ্দান | ১২ |
৫ | ১৬৯ | হাফেজ আবু হুরায়রা | ৫০ | ৬৮ | ৭২ | ৫৯ | ৭৬ | ৪০ | ৫০ | ৫০ | ৪৬৫ | ৫৮.১ | জাইয়িদ | ১৫ |
৬ | ১৭০ | জাহিদুল করিম | ৮২ | ৭৪ | ৭৫ | ৫০ | ৮১ | ৭৩ | ৬৫ | ৯০ | ৫৯০ | ৭৩.৮ | জাইয়িদ জিদ্দান | ৭ |
৭ | ১৭১ | মোঃ বরকতুল্লাহ | ৬৫ | ৮০ | ৭৮ | ৭২ | ৮৬ | ৫০ | ৫৮ | ৯০ | ৫৭৯ | ৭২.৪ | জাইয়িদ জিদ্দান | ১১ |
১০ | ১৭৪ | আবদুর রহমান জামী | x | x | x | x | x | x | x | x | x | x | x | x |
১২ | ১৭৬ | মোহা. নজরুল ইসলাম | x | x | x | x | x | x | x | x | x | x | x | x |
১৩ | ১৭৭ | মাহবুবুল আলম | x | x | x | x | x | x | x | x | x | x | x | x |
১৫ | ১৭৯ | আব্দুল্লাহ আল মাহমুদ খান | x | x | x | x | x | x | x | x | x | x | x | x |
১৬ | ১৮০ | মো: দীদার হাসান | x | x | x | x | x | x | x | x | x | x | x | x |
১৭ | ১৮১ | মোঃ আহসান উল্লাহ | ৩০ | ৫২ | ৩০ | ১৫ | ৫৩ | ৪০ | ৩৭ | ৭০ | ৩২৭ | ৪০.৯ | রাসিব | ১৯ |
২০ | ১৮৪ | আবদুল্লাহ খাঁন | x | x | x | x | x | x | x | x | x | x | x | x |
২৩ | ১৮৭ | আসাদুজ্জামান ইব্রাহিম | ৮৭ | ৭৫ | ৬৫ | ৭০ | ৭৭ | ৬৪ | ৮২ | ৭০ | ৫৯০ | ৭৩.৮ | জাইয়িদ জিদ্দান | ৭ |
২৪ | ১৮৮ | মনিরুজ্জামান | ৩৫ | ৫৫ | ৩০ | ৩৭ | ৪২ | ২৫ | ৩৭ | ৩৫ | ২৯৬ | ৩৭ | রাসিব | ২০ |
২৫ | ১৮৯ | হা: রেজওয়ান ইসলাম | x | x | x | x | x | x | x | x | x | x | x | x |
২৬ | ১৯০ | ফরিদুল ইসলাম | ৪০ | ৭২ | ২৫ | ৭০ | ৬২ | ৭৮ | ৩৮ | ৩৫ | ৪২০ | ৫২.৫ | জাইয়িদ | ১৬ |
২৭ | ১৯১ | আব্দুল্লাহ মারুফ | ৯৩ | ৯০ | ৭৩ | ৯৭ | ৮৯ | ৮২ | ৭৫ | ৮০ | ৬৭৯ | ৮৪.৯ | মুমতায | ৪ |
২৮ | ১৯২ | হাঃ আব্দুর রহমান সাঈদ | x | x | x | x | x | x | x | x | x | x | x | x |
২৯ | ১৯৩ | মুহা: জুবাইর কবীর | ৮৪ | ৮২ | ৭৫ | ৯৬ | ৯৬ | ৭২ | ৭০ | ৮০ | ৬৫৫ | ৮১.৯ | মুমতায | ৫ |
৩২ | ১৯৬ | বেলাল হুসাইন | x | x | x | x | x | x | x | x | x | x | x | x |
৩৯ | ২০৩ | মুহিব্বুল্লাহ সা'দী | ৭০ | ৮০ | ৬৭ | ৯৫ | ৯১ | ৬০ | ৭৮ | ৭০ | ৬১১ | ৭৬.৪ | জাইয়িদ জিদ্দান | ৬ |
৪২ | ২০৬ | মুহাম্মাদ আকমাল হুসাইন | ৬০ | ৮৩ | ৬০ | ৮০ | ৮৭ | ৪০ | ৮৬ | ৯০ | ৫৮৬ | ৭৩.৩ | জাইয়িদ জিদ্দান | ৯ |
৪৯ | ২১৩ | মোঃ মিজানুর রহমান | ৫০ | ৭২ | ৯৪ | ৩৫ | ৭০ | ৩৫ | ৮০ | ৯০ | ৫২৬ | ৬৫.৮ | জাইয়িদ জিদ্দান | ১৩ |
৫৬ | ২২০ | মোঃ আনাস আহমদ | ৩৫ | ৬৮ | ৩৭ | ৩৫ | ৩৫ | ৪০ | ৪১ | ৭০ | ৩৬১ | ৪৫.১ | মাক্ববুল | ১৮ |
৫৭ | ২২১ | সৈয়দ নাঈম আল মুসলিম | ৯৬ | ৮৮ | ৭৫ | ৯৬ | ৯৭ | ৮৫ | ৭৯ | ৯০ | ৭০৬ | ৮৮.৩ | মুমতায | ৩য় |
৫৮ | ২২২ | মোঃ শরীফুল ইসলাম | x | x | x | x | x | x | x | x | x | x | x | x |
৬৩ | ২২৭ | আরিফ বিল্লাহ | ৫০ | ৬৭ | ৪৪ | ৬৬ | ৬৩ | ৫৫ | ৫৩ | ৭০ | ৪৬৮ | ৫৮.৫ | জাইয়িদ | ১৪ |
৬৮ | ২৩২ | নাইমুর রহমান সরদার | ৮৪ | ৭৫ | ৭০ | ৯৬ | ৮১ | ৬০ | ৬০ | ৬০ | ৫৮৬ | ৭৩.৩ | জাইয়িদ জিদ্দান | ৯ |
৭২ | ২৩৬ | মুনিরুল ইসলাম আরেফী | ৩৫ | ৭০ | ৪০ | ৪০ | ৬৩ | ৪৫ | ৪৭ | ৬৫ | ৪০৫ | ৫০.৬ | জাইয়িদ | ১৭ |
৭৬ | ২৪০ | মোঃ শফিকুল ইসলাম | x | x | x | x | x | x | x | x | x | x | x | x |
৭৮ | ২৪২ | মুহা.মাহফুজুল হক | x | x | x | x | x | x | x | x | x | x | x | x |
৮১ | ২৪৬ | মেহরাবুল হক চৌধুরী | x | x | x | x | x | x | x | x | x | x | x | x |
৮২ | ২৪৭ | আহসান হাবীব | x | x | x | x | x | x | x | x | x | x | x | x |
৮৬ | ২৫১ | আবু বকর সিদ্দিক | ৯৯ | ৮৭ | ৭৫ | ৯৪ | ৯৭ | ৮৬ | ৮৮ | ৯০ | ৭১৬ | ৮৯.৫ | মুমতায | ২য় |