ইফতা ১ম সেমিস্টার পরীক্ষা ২০২৪-২৫ এর রেজাল্ট – ফলাফল

ইফতা ১ম সেমিস্টার পরীক্ষা ২০২৪-২৫ এর রেজাল্ট – ফলাফল

জামিয়া মারকাযুদ দুরুস আল ইসলামিয়া ইফতা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম সেমিস্টার পরীক্ষা দেশ স্বাধীনের মাস আগস্টের ১৩ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত ৯ দিন-ব্যাপী অনুষ্ঠিত হয়।

কয়েক ধাপে সকল পরীক্ষার খাতা কুরিয়ার মারফত মারকাযে গ্রহণ, এরপর কিতাবওয়ারি ভাগ করে আসাতিজায়ে কিরাম বরাবর প্রেরণ, সকল রেজাল্ট পৃথকভাবে আসাতিজায়ে কিরাম থেকে রিসিভ এবং সবশেষে একসাথে রেজাল্ট প্রসেসিঙয়ের কাজ শেষ হবার পর ২২ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ২.৪৫টায় শিক্ষাসচিব মুফতী সাঈদ আল হাসান রেজাল্ট ঘোষণা করেন।

পরীক্ষাটির সাবজেক্ট ছিল মোট ৮টি। অতএব মোট ৮০০ নাম্বারে পরীক্ষা হয়।

পরীক্ষার সাবজেক্টগুলো যথাক্রমে:

  1. কাওয়াইদুল ফিক্হ‌, নুসূস ও বাংলা
  2. আল আশবাহ ওয়ান নাযাইর
  3. দুররুল মুখতার (মুক্বদ্দমা)
  4. শরহু উকূদি রস্মিল মুফতী
  5. সিরাজী ফিল মীরাস
  6. ইসলামী অর্থনীতি
  7. আবহাসে ফিকহিয়্যাহ
  8. তামরীনুল ইফতা

একনজরে ফাইনাল পরীক্ষার ফলাফল-

মোট পরীক্ষার্থী – ৩৪ জন।
পরীক্ষায় অংশগ্রহণ করেছে – ২০ জন।
অনুপস্থিত – ১৪ জন।
পাশের হার – ৯০%।
মুমতায (স্টার মার্ক) পেয়েছে – ৫ জন।
জাইয়িদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে – ৮ জন।
জাইয়িদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে – ৪ জন।
মাক্ববূল (সাধারণ) ১ জন।
রাসিব (ফেল) ২ জন।

বিভাগ বিন্যাস করা হয়েছে নিম্নরূপ-

গড়
৮০-১০০ মুমতায
৬৫-৭৯ জাইয়িদ জিদ্দান
৫০-৬৪ জাইয়িদ
৩৫-৪৯ মাক্ববূল
০-৩৪ রাসিব (ফেল)

৮০০ নাম্বারের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে

মেধাতালিকার শীর্ষে অবস্থান করছেন যথাক্রমে-

রোল নং নিবন্ধন নং শিক্ষার্থীর নাম মোট নাম্বার গড় মেধাক্রম
১৬৫ অলি উল্লাহ ৭৩৬ ৯২ ১ম
৮৬ ২৫১ আবু বকর সিদ্দিক ৭১৬ ৮৯.৫ ২য়
৫৭ ২২১ সৈয়দ নাঈম আল মুসলিম ৭০৬ ৮৮.৩ ৩য়

১ম সেমিস্টার পরীক্ষার সম্পূর্ণ রেজাল্ট নিম্নে প্রদত্ত হল: 

জামি‘আ মারকাযুদ দুরূস আল-ইসলামিয়া
ইফতা বিভাগ ২০২৩-২৪ শিক্ষাবর্ষ
১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল (আগস্ট ২০২৪)

রোল নংনিবন্ধন নংশিক্ষার্থীর নামকাওয়াইদুল ফিক্হ‌, নুসূস ও বাংলা আল আশবাহ ওয়ান নাযাইরদুররুল মুখতার (মুক্বদ্দমা)শরহু উকূদি রস্মিল মুফতীসিরাজী ফিল মীরাসইসলামী অর্থনীতিআবহাসে ফিকহিয়্যাহতামরীনুল ইফতামোট নাম্বারগড়বিভাগমেধাক্রম
১৬৫অলি উল্লাহ৯৯৯৫৯৬৯৮৯৩৮০৮৩৯২৭৩৬৯২মুমতায১ম
১৬৭আবু তালহা৬০৭০৫০৭৪৬৬৬৯৬৩৭৫৫২৭৬৫.৯জাইয়িদ জিদ্দান১২
১৬৯হাফেজ আবু হুরায়রা৫০৬৮৭২৫৯৭৬৪০৫০৫০৪৬৫৫৮.১জাইয়িদ১৫
১৭০জাহিদুল করিম৮২৭৪৭৫৫০৮১৭৩৬৫৯০৫৯০৭৩.৮জাইয়িদ জিদ্দান
১৭১মোঃ বরকতুল্লাহ৬৫৮০৭৮৭২৮৬৫০৫৮৯০৫৭৯৭২.৪জাইয়িদ জিদ্দান১১
১০১৭৪আবদুর রহমান জামীxxxxxxxxxxxx
১২১৭৬মোহা. নজরুল ইসলামxxxxxxxxxxxx
১৩১৭৭মাহবুবুল আলমxxxxxxxxxxxx
১৫১৭৯আব্দুল্লাহ আল মাহমুদ খানxxxxxxxxxxxx
১৬১৮০মো: দীদার হাসানxxxxxxxxxxxx
১৭১৮১মোঃ আহসান উল্লাহ৩০৫২৩০১৫৫৩৪০৩৭৭০৩২৭৪০.৯রাসিব১৯
২০১৮৪আবদুল্লাহ খাঁনxxxxxxxxxxxx
২৩১৮৭আসাদুজ্জামান ইব্রাহিম৮৭৭৫৬৫৭০৭৭৬৪৮২৭০৫৯০৭৩.৮জাইয়িদ জিদ্দান
২৪১৮৮মনিরুজ্জামান৩৫৫৫৩০৩৭৪২২৫৩৭৩৫২৯৬৩৭রাসিব২০
২৫১৮৯হা: রেজওয়ান ইসলামxxxxxxxxxxxx
২৬১৯০ফরিদুল ইসলাম৪০৭২২৫৭০৬২৭৮৩৮৩৫৪২০৫২.৫জাইয়িদ১৬
২৭১৯১আব্দুল্লাহ মারুফ৯৩৯০৭৩৯৭৮৯৮২৭৫৮০৬৭৯৮৪.৯মুমতায
২৮১৯২হাঃ আব্দুর রহমান সাঈদxxxxxxxxxxxx
২৯১৯৩মুহা: জুবাইর কবীর৮৪৮২৭৫৯৬৯৬৭২৭০৮০৬৫৫৮১.৯মুমতায
৩২১৯৬বেলাল হুসাইনxxxxxxxxxxxx
৩৯২০৩মুহিব্বুল্লাহ সা'দী৭০৮০৬৭৯৫৯১৬০৭৮৭০৬১১৭৬.৪জাইয়িদ জিদ্দান
৪২২০৬মুহাম্মাদ আকমাল হুসাইন৬০৮৩৬০৮০৮৭৪০৮৬৯০৫৮৬৭৩.৩জাইয়িদ জিদ্দান
৪৯২১৩মোঃ মিজানুর রহমান৫০৭২৯৪৩৫৭০৩৫৮০৯০৫২৬৬৫.৮জাইয়িদ জিদ্দান১৩
৫৬২২০মোঃ আনাস আহমদ৩৫৬৮৩৭৩৫৩৫৪০৪১৭০৩৬১৪৫.১মাক্ববুল১৮
৫৭২২১সৈয়দ নাঈম আল মুসলিম৯৬৮৮৭৫৯৬৯৭৮৫৭৯৯০৭০৬৮৮.৩মুমতায৩য়
৫৮২২২মোঃ শরীফুল ইসলামxxxxxxxxxxxx
৬৩২২৭আরিফ বিল্লাহ৫০৬৭৪৪৬৬৬৩৫৫৫৩৭০৪৬৮৫৮.৫জাইয়িদ১৪
৬৮২৩২নাইমুর রহমান সরদার৮৪৭৫৭০৯৬৮১৬০৬০৬০৫৮৬৭৩.৩জাইয়িদ জিদ্দান
৭২২৩৬মুনিরুল ইসলাম আরেফী৩৫৭০৪০৪০৬৩৪৫৪৭৬৫৪০৫৫০.৬জাইয়িদ১৭
৭৬২৪০মোঃ শফিকুল ইসলামxxxxxxxxxxxx
৭৮২৪২মুহা.মাহফুজুল হকxxxxxxxxxxxx
৮১২৪৬মেহরাবুল হক চৌধুরীxxxxxxxxxxxx
৮২২৪৭আহসান হাবীবxxxxxxxxxxxx
৮৬২৫১আবু বকর সিদ্দিক৯৯৮৭৭৫৯৪৯৭৮৬৮৮৯০৭১৬৮৯.৫মুমতায২য়