মুফতী হওয়ার জন্য শর্তসমূহ
মুফতীর যোগ্যতা বা ফতোয়া প্রদানকারীর শর্তাবলী নিম্নে উল্লেখ করা হলো-
১৷ মুত্তাকী ও পরহেযগার মুসলিম হওয়া৷
২৷ প্রাপ্তবয়স্ক জ্ঞানসম্পন্ন বিচক্ষন ও চৌকান্ন হওয়া৷
৩৷ সৎচরিত্রবান ও ন্যায়পরায়ন হওয়া৷
৪৷ অশ্লিলতা ও যাবতীয় গুনাহ থেকে পরিপুর্ণ মুক্ত হওয়া৷
৫৷ সুন্নতে নববীর পরিপূর্ণ অনুসারী হওয়া৷
৬৷ গ্রহণযোগ্য আলেম হওয়া৷
৭৷ কুরআন,তাফসীর ও শানে নূযুল সংক্রান্ত পরিপূর্ণ জ্ঞান থাকা।
৮৷ সুন্নাতে নববী,সুন্নতে খুলাফা ও হাদীস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা।
৯৷ ইলমে ফিকাহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা৷
১০৷ ইজমা সম্পর্কে পরপূর্ণ জ্ঞান থাকা।
১১৷ নাসিখ-মানসুখ তথা রহিতকারী বিধান ও রহিতকৃত বিধান সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা।
১২৷ আরবি ভাষা ও সাহিত্য সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা।
১৩৷ ইজতিহাদের পরিপূর্ণ যুগ্যতা থাকা৷
১৪৷ প্রশ্নকর্তার অবস্থা এবং স্বীয় যুগের প্রথা ও নিয়মনীতি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা৷
১৫৷ ভিজ্ঞ মুফতীর অধীনে থেকে ইলমে ফিকাহর পাণ্ডিত্য অর্জন করা৷ এবং আলেম সমাজে তার গ্রহণযোগ্যতা থাকা৷
উক্ত শর্তসমূহ যার মধ্যে পাওয়া যাবে,তার ফতোয়া গ্রহণযোগ্য হবে৷ আর যার মধ্যে উক্ত শর্তসমূহ পাওয়া যাবেনা, তার ফতোয়া গ্রহণযোগ্য হবেনা৷ এবং প্রকৃত পক্ষে তাকে মুফতীও বলা হবেনা৷
والله اعلم بالصواب.
#প্রমাণ্যগ্রন্থাবলীঃ
ফতোয়ায়ে শামী ৫/৪৯৮, ৫০৫ পৃষ্ঠা৷
ফতোয়ায়ে কাসেমীয়া ১/৫৮ পৃষ্ঠা৷
ফতোয়ায়ে জামেয়া ১/৭১ পৃষ্ঠা৷
কিফায়াতুল মুফতী ১/৫২ পৃষ্ঠা৷
আল মাউসুআতুল ফিকহিয়্যা ৩২/২৮ পৃষ্ঠা৷
আল ইহকাম ফী তাময়ীযিল ফতোয়া আনিল আহকাম ২৭১ পৃষ্ঠা৷
আল ফকীহ ওয়াল মুতাফাক্কিহ ৩০৯ পৃষ্ঠা৷
সিফাতুল ফতোয়া ১১ পৃষ্ঠা৷
উসূলুল ইফতা ৫২ পৃষ্ঠা৷
ফতোয়া ও মাসায়িল ১/২২৪-২২৫ পৃষ্ঠা৷
হাশিয়ায়ে ইবনে আবেদীন ১/৫১ পৃষ্ঠা৷
‘
মুফতী তাহমীদ শামী
আত তাহমীদ ইসলামীক রিসার্চ সেন্টার বাংলাদেশ৷
১৪ ই রমযান ১৪৪১ হিজরী৷