হাইয়াতুল উলয়া (দাওরায়ে হাদীস) এর সনদ / সার্টিফিকেট তুলবেন যেভাবে
সনদপত্র ও নম্বরপত্র (সার্টিফিকেট ও মার্কশিট) উত্তোলনের নিয়মাবলী
১। পরীক্ষার্থীর নিজে উপস্থিত হয়ে সাময়িক সনদ/নম্বরপত্র নিতে হবে।
২। ছাত্রী পরীক্ষার্থীর সাময়িক সনদ/নম্বরপত্র উত্তোলনের জন্য ছাত্রী নিজে না এসে কোন মাহরামকে
পাঠালে ভাল হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মুহ্তামিম/নাযিমে তা‘লীমাত কর্তৃক স্বাক্ষরিত
মাহরামের সম্পর্কের প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে।
৩। মূল প্রবেশপত্র, মূল নিবন্ধনপত্র এবং জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সঙ্গে আনতে হবে।
ফটোকপি গ্রহণযোগ্য নয়। (নিবন্ধনপত্রের মূল কপি ১৪৪১ হিজরী ও পরবর্তী সনের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য)
৪। মূল প্রবেশপত্র বা মূল নিবন্ধনপত্র অথবা উভয়টি হারিয়ে গেলে বা বিনষ্ট হয়ে গেলে তা
উল্লেখপূর্বক আল-হাইআতুল উলয়া’র পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিত সনদের আবেদনপত্রে অথবা
আল-হাইআতুল উলয়ার নির্ধারিত সনদের আবেদন ফরমে, ‘মূল প্রবেশপত্র (বা মূল নিবন্ধনপত্র)
হারিয়ে গেছে’ উল্লেখপূর্বক মাদরাসার মুহ্তামিম/নাযিমে তা‘লীমাতের স্বাক্ষর ও সীলমোহরযুক্ত
সত্যায়ন নিয়ে আসতে হবে।
৬। পরীক্ষার্থীর নাম বা পিতার নামে বড় ধরনের সংশোধনী থাকলে যাতে নামটি ভিন্ন ব্যক্তির নাম বলে
সন্দেহ হয়, সেক্ষেত্রে বিষয়টি প্রমাণের জন্য সংশ্লিষ্ট মাদরাসার প্যাডে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর
লিখিত আবেদনপত্রে নাম সংশোধনীর বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখপূর্বক মুহ্তামিম/নাযিমে
তা‘লীমাতের স্বাক্ষর ও সীলমোহরযুক্ত সত্যায়ন সঙ্গে নিয়ে আসতে হবে।
৫। সাময়িক সনদ উত্তোলন ফি : ৫০০/- টাকা ও নম্বরপত্র উত্তোলন ফি : ২০০/- টাকা।
নাম সংশোধনী ফি : ২০০/- টাকা।
৬। সনদ উত্তোলনের সময় :
দিন ও বার | সনদের আবেদনপত্র জমাদানের সময় | সনদ প্রদানের সময় |
---|---|---|
শনিবার থেকে বুধবার | সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা | দুপুর ২:০০ টা |
শনিবার থেকে বুধবার | দুপুর ২:৩০ টা থেকে বিকাল ৩:৩০ টা | বিকাল ৪:৩০ টা |
বৃহস্পতিবার | সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা | সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা |
সনদ উত্তোলনের আবেদন ফরম
সনদ বিভাগের ফোন নাম্বার – 01970763178
পরীক্ষা বিভাগের ফোন নাম্বার – 01700763178
যোগাযোগের ঠিকানা:
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ
Al-Haiatul Ulya Lil-Jamiatil Qawmia Bangladesh
হাসিব টাওয়ার, ৮০/ই, বিবির বাগিচা ১নং গেট, উত্তর যাত্রাবাড়ী, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
মোবাইলঃ ০১৯৭০৭৬৩১৭৮, ০১৭০০-৭৬৩১৭৮ (সকাল ১০ টা – বিকাল ৫টা)
Web: alhaiatululya.com
E-mail: haiatululya@gmail.com
গুগল ম্যাপ লিংক – goo.gl/maps/2r2gZFGHnE78Metw9