নুরানী মুয়াল্লিম ট্রেনিং ৭ম ব্যাচের পরীক্ষার ফলাফল

নুরানী মুয়াল্লিম ট্রেনিং ৭ম ব্যাচের পরীক্ষার ফলাফল

কওমি মাদরাসার সাথে সম্পৃক্ত আলেম ওলামাদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার প্ল্যাটফর্ম কওমী ইয়ুথ ক্লাব – কওমী যুব সংঘ এর উদ্যোগে, বাংলাদেশ নূরানী তালীমুল কুরআন ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালনায় এবং জামিয়া মারকাযুদ দুরুস আল ইসলামিয়ার আয়োজনে গত ১৬ জুলাই থেকে ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত ৩ মাস মেয়াদে অনুষ্ঠিত হয় বিশেষায়িত নূরানী মু’আল্লিম ট্রেনিং কোর্স এর ৭ম ব্যাচ।

কোর্সটি পরিচালনায় ছিলেন, বাংলাদেশ নূরানী তালীমুল কুরআন ট্রেনিং ইন্সটিটিউটের প্রধান পরিচালক মুফতী আবুল হাসান শামসাবাদী এবং সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন মারকাযুদ দুরুসের নায়িব ও নাযিম মুফতী সাঈদ আল হাসান

কোর্স সমাপনীর পর সমস্ত শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

একনজরে পরীক্ষার ফলাফল-

মোট পরীক্ষার্থী – ৪৫ জন।
পূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করেছে – ২২ জন।
আংশিক পরীক্ষা দিয়েছে – ২৩ জন।
পাশের হার – ১০০%।
১ম বিভাগ – ৮ জন।
২য় বিভাগ – ৯ জন।
৩য় বিভাগ – ৫ জন।
সাধারণ বিভাগ – নেই।
ফেইল – নেই।

বিভাগ বিন্যাস করা হয়েছে নিম্নরূপ

গড়
৮০-১০০ – ১ম বিভাগ
৭০-৭৯ – ২য় বিভাগ
৬০-৬৯ – ৩য় বিভাগ
৫০-৫৯ – সাধারণ বিভাগ
০-৪৯ – ফেল

পরীক্ষার সাবজেক্ট ছিল ৫টি :-  

১. নুরানী ত্বরীকে তালীম

২. নূরানী হাতের লেখা ও বোর্ড প্রাক্টিক্যাল

৩. কুরআন মাজীদ তিলাওয়াত ও তাজভীদ

৪. কালিমা, হাদীস, মাসআলা ও মাসনূন দোয়া ইত্যাদি

৫. বিবিধ (ক্লাসে উপস্থিতি, নিয়মতান্ত্রিক মেহনত, সবকের ইহতিমাম ও কিছু নির্দিষ্ট কাজ)

৫০০ নাম্বারের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে মেধাতালিকার শীর্ষে অবস্থান করছেন যথাক্রমে-

মেধাক্রম রোল নং আইডি নং শিক্ষার্থীর নাম মোট নাম্বার গড়
১ম ৫১ ৭২২১ মাহমুদুল হাসান ৪৩১ ৮৬.২
২য় ৩৯ ৭২০৯ ছাবের আহমেদ ৪২৮ ৮৫.৬
৩য় ৭২ ৭২৪২ মোঃ আশেক এলাহি ৪২২ ৮৪.৪
৪র্থ-১ ৬৪ ৭২৩৪ হুসাইন আহমদ ৪১৩ ৮২.৬
৪র্থ-২ ৮৮ ৭২৫৮ শহীদুল ইসলাম ৪১৩ ৮২.৬
৫ম ৩৬ ৭২০৬ নুরুল হাকিম ৪১০ ৮২

 


সম্পূর্ণ রেজাল্ট নিম্নে প্রদত্ত হল:-

কওমী ইয়ুথ ক্লাব আয়োজিত
বাংলাদেশ নূরানী তালীমুল কুরআন ট্রেনিং ইন্সটিটিউট পরিচালিত

নূরানী মু'আল্লিম ট্রেনিং কোর্স
৭ নং ব্যাচ (১৬ জুলাই থেকে ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত ৩ মাস মেয়াদী)
——⁕ পরীক্ষার ফলাফল ⁕——

রোল নংআইডি নংশিক্ষার্থীর নামত্বরীকে তালীমহাতের লেখা ও প্রাক্টিক্যালকুরআন মাজীদহাদীস, মাসআলা ও মাসনূন দোয়াবিবিধ পরীক্ষামোট নাম্বারগড়বিভাগমেধাক্রম
৭১৭৪কাজী মোঃ আব্দুস ছালাম৭৫৮০৮৪৭৮৯০৪০৭৮১.৪১ম বিভাগ৭ম
১১৭১৮১মো মাহদী হাসান৭০৬৫৭৭৭০৬০৩৪২৬৮.৪৩য় বিভাগ১৮তম
১২৭১৮২মোঃ রাকিবুল ইসলাম৭৮৮২৮০৭৮৯০৪০৮৮১.৬১ম বিভাগ৬ষ্ঠ
২০৭১৯০মুহাম্মদ আব্দুর রহমান৭৬৭০৮২৬৫৮৪৩৭৭৭৫.৪২য় বিভাগ৯ম
৩০৭২০০মোঃ মারুফ বিল্লাহ৭০৭২৭৯৬৫৯০৩৭৬৭৫.২২য় বিভাগ১০ম
৩৬৭২০৬নুরুল হাকিম৮৫৯০৮০৭৫৮০৪১০৮২১ম বিভাগ৫ম
৩৯৭২০৯ছাবের আহমেদ৯৪৮৫৮৪৭৫৯০৪২৮৮৫.৬১ম বিভাগ২য়
৫১৭২২১মাহমুদুল হাসান৯৫৯০৮৮৭৮৮০৪৩১৮৬.২১ম বিভাগ১ম
৫৫৭২২৫মোহাম্মদ শরিফুল ইসলাম৭৫৭০৭৭৭৫৪০৩৩৭৬৭.৪৩য় বিভাগ১৯তম
৬১৭২৩১মো লিয়াকত আলী৬৭৭০৮০৬৬৭৫৩৫৮৭১.৬২য় বিভাগ১৩তম
৬৩৭২৩৩মোঃ খাইরুল ইসলাম৭৬৭৫৮০৬৫৬০৩৫৬৭১.২২য় বিভাগ১৪তম
৬৪৭২৩৪হুসাইন আহমদ৮৬৭৮৮৪৮৫৮০৪১৩৮২.৬১ম বিভাগ৪র্থ
৭২৭২৪২মোঃ আশেক এলাহি৮০৯২৮৪৮৬৮০৪২২৮৪.৪১ম বিভাগ৩য়
৭৫৭২৪৫শাহাদাৎ হোসেন৭৭৮০৭৮৮৩৭৫৩৯৩৭৮.৬২য় বিভাগ৮ম
৭৬৭২৪৬মোঃ সাইফুল ইসলাম৬৭৭৭৮০৫৮৫০৩৩২৬৬.৪৩য় বিভাগ২০তম
৭৯৭২৪৯মোঃ সালাহউদ্দিন৮৩৭২৭৮৭০৫০৩৫৩৭০.৬২য় বিভাগ১৫তম
৮১৭২৫১মুহাম্মদ ওবায়দুল্লাহ৮৬৬৫৭৪৫৫৭০৩৫০৭০২য় বিভাগ১৬তম
৮২৭২৫২মুহা. ইয়াসিন আহমদ৭২৭৮৮০৮০৬০৩৭০৭৪২য় বিভাগ১১তম
৮৪৭২৫৪হাফেজ মোঃ আবু বক্কর সিদ্দিক৫৫৭৫৭৯৭০৬৫৩৪৪৬৮.৮৩য় বিভাগ১৭তম
৮৮৭২৫৮শহীদুল ইসলাম৯২৯০৭৮৮৩৭০৪১৩৮২.৬১ম বিভাগ৪র্থ
৯৩৭২৬৩মোঃ মাহদী হাসান৮২৭৩৬৮৬৫৮০৩৬৮৭৩.৬২য় বিভাগ১২তম
৯৪৭২৬৪মোহাম্মদ জাবেদ৬০৬৫৭২৩৫৭০৩০২৬০.৪৩য় বিভাগ২১তম