বিষয়ঃ টিটেনাস টিকা

প্রশ্নঃ
মেয়েদেরকে সাধারনত যে টি টি টিকা দেয়া হয় বিয়ের আগে কিংবা বিয়ের পরে অথবা গর্ভাবস্থায়, সেটা কতটুকু উপকারি?

এতে শরয়ী দৃষ্টিভঙ্গি কি? এর দ্বারা কি অদূর ভবিষ্যতে অনাগত জেনারেশনের কল্যান নিহিত? নাকি স্বাভাবিকতা বিনষ্ট করে সিজারের হাতে ধর্না দেয়া আর ২টি সন্তানের উপর সীমাবদ্ধের সুদুরপ্রসারী চক্রান্ত?

যেহেতু আমি আমার মাদ্রাসা থেকে শুনেছি এটা দেওয়া শরীয়াত সম্মত না।
এটা দিলে রাসুলের হাদিস ও আল্লাহর  দেওয়া নেয়ামত থেকে বঞ্চিত হওয়া লাগে।
এটা কতটুকু সত্য?
অনুগ্রহ করে জানাবেন। জাযাকাল্লাহ খাইর।

উত্তর

بسم الله الرحمن الرحيم

টিটি টিকা বা টিটেনাস টিকা মেয়েদের দেয়া হয় ধনুষ্টংকার রোগ থেকে মা ও ও তার আগত শিশুকে হেফাজতে রাখতে।

আমাদের জানামতে এর দ্বারা সন্তান কম হওয়া বা সন্তান জন্মদানে সমস্যা হবার কথা ডাক্তারীভাবে প্রমাণিত নয়।

সুতরাং একটি অলিক ধারণার উপর এ টিকা গ্রহণকে নাজায়েজ বলার কোন সুযোগ নেই।

যদি কোন বিজ্ঞ ধার্মিক ডাক্তার এ টিকা গ্রহণে কোন শারিরীক ক্ষতি বা সন্তান জন্মগ্রহণে কোন ক্ষতিকর পার্শপ্রতিক্রিয়ার কথা না বলে থাকেন, তাহলে এ টিকা গ্রহণে কোন সমস্যা নেই।

الأصل في الأشياء الإباحة وأن فرض إضراره للبعض لا يلزم منه تحريمه على كل أحد، فإن العسل يضر بأصحاب الصفراء الغالبة وربما أمرضهم مع أنه شفاء بالنص القطعي، وليس الاحتياط في الافتراء على الله تعالى بإثبات الحرمة أو الكراهة اللذين لا بد لهما من دليل بل في القول بالإباحة التي هي الأصل (رد المحتار، كتاب الأشربة، طبع سعيد-6/459)

وفيه أيضا: اختلف في التداوي بالمحرم، وظاهر المذهب المنع كما في رضاع البحر، لكن نقل المصنف ثمة وهنا عن الحاوي: وقيل: يرخص إذا علم فيه الشفاء ولم يعلم دواء آخر كما رخص الخمر للعطشان، وعليه الفتوى (رد المحتار، طبع سعيد-1/201)

والله اعلم بالصواب

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.