মারকায জিপিইউ ক্রয় ও ফান্ড কালেকশনের বিস্তারিত রিপোর্ট

মারকায জিপিইউ ক্রয় ও ফান্ড কালেকশনের বিস্তারিত রিপোর্ট

আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, মারকাযের দাপ্তরিক কাজ এবং ভিডিও এডিটিং, গ্রাফিক্স ও অন্যান্য কাজ -এর গতি বৃদ্ধির লক্ষ্যে ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ফান্ড কালেকশনের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত জিপিইউ (Graphics Processing Unit) কেনা হয়েছে। প্রোডাক্টটি গত ২৬ সেপ্টেম্বর, ২০২৫ এ কেনা হয়।

নিচে ক্রয়কৃত প্রোডাক্ট এবং আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব পেশ করা হলো:

১. পণ্যের বিবরণ (Product Details)

জিপিইউ মডেল: ZOTAC GeForce RTX 3070 Ti AMP Holo

মেমোরি: 8GB GDDR6X

অবস্থা: অল্প কিছুদিন ব্যবহৃত।

ক্রয়ের স্থান: টেক মনস্টার লিমিটেড, দেওয়ান কমপ্লেক্স, বাটা সিগন্যাল, ঢাকা (নতুন ঠিকানা)

শপের ফেসবুক পেইজ : facebook.com/techmonsterbd

২. এই মডেলটি কেন নির্বাচন করা হলো?

যেহেতু আমাদের বাজেট কম ছিল, তাই অল্প বাজেটের মধ্যে সেরা পারফরম্যান্স নিশ্চিত করতে RTX 3070 Ti বেছে নেয়া হয়েছে। এর উন্নত কুলিং সিস্টেম এবং শক্তিশালী পারফরম্যান্স মারকাযের গ্রাফিক্স সংক্রান্ত ভারী কাজগুলো (রেন্ডারিং/মাল্টিটাস্কিং) দীর্ঘ সময় ধরে করতে সহায়তা করবে ইনশাআল্লাহ।

৩. আর্থিক হিসাব (Financial Breakdown)

বিবরণ টাকার পরিমাণ
মোট ফান্ড কালেকশন (জমা) ৪৬৭০০/-
খরচসমূহ:
১. জিপিইউ এর দাম ৪৪,০০০/-
২. সিপিইউ কুলার ১৫০০০/-
৩. জিপিইউ হোল্ডার ৫০০/-
মোট খরচ ৫৯৫০০/-
বর্তমান স্থিতি (ঘাটতি) -১২৮০০/-

(নোট: বর্তমানে ১২৮০০ টাকা ঋণ রয়েছে)

 

৪. কৃতজ্ঞতা স্বীকার- 

অনুদান প্রদানকারীদের তালিকা- 

ক্রম অনুদান প্রদানকারীর নাম মোবাইল নাম্বার অনুদানের পরিমাণ
1 মুফতী সাঈদ আল হাসান 017****9598 10000
2 মো:হোসাইন আহম্মদ 017****8935 300
3 আনসারুল্লাহ মোল্লা 938***3011 700
4 ইকবাল মিসবাহ 017****8617 300
5 মাহমুদুল হাসান বসরী 019****2128 500
6 Sabbir Ahmad (86) 015****4529 1000
7 জুনায়েদ আল হাবীব 013****4014 500
8 মোহাম্মদ রিয়াজ উদ্দিন 018****7517 1000
9 নুরুল হুদা মন্ডল (ইন্ডিয়া) 826***2359 700
10 MD SAMSUL HUDA 973***1082 5000
11 মোঃ নিয়ামুল ইসলাম 013****7974 500
12 মাবরুরুল হক চৌধুরী 017****8585 500
13 শাব্বির আহমদ রোল নম্বর 1 018****8216 500
14 আশিকুর রহমান 018****1865 500
15 Safwan 1000
16 হাফেজ মনিরুল ইসলাম 017****3540 2000
17 শামসুল আলম মোল্লা 767***5162 700
18 মোঃ আব্দুল মুমিন 017****1905 1000
19 আরিফুল ইসলাম 019****9361 1000
20 পুরনো সিপিউ কুলার বিক্রি থেকে প্রাপ্ত 4000
21 মারকায ফাণ্ড থেকে সমন্বয় 15000
মোট জমা 46700

 

যারা এই মহৎ উদ্যোগে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুন এবং এর উত্তম জাযা দান করুন। সেসাথে এই দানের অংককে কয়েকশত গুণ বৃদ্ধি করে তাদের প্রয়োজনসমূহ পূরণের তাউফিক দিন।

মারকায আপনাদের প্রতি কৃতজ্ঞ।

উল্লেখ্য, এখনও মোট ১২৮০০ টাকা ঋণ রয়েছে আমাদের। তাই সামর্থবানদের এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। 

অনুদান পাঠানোর বিকাশ নং 01710709598

অনুদান পাঠানোর আগে ফরম সাবমিট করুন – forms.gle/6zdZhZKRTgNvwanY8

 

৪. ইনভয়েস ও ছবি- 

DocScanner Dec 16 2025 5.17 PM 1 scaled e1765952510245

ইনভয়েস

প্রোডাক্টের কিছু ছবি- 

নিবেদনে,

মুফতী আবুল হাসান শামসাবাদী

মুহতামিম, মারকাযুদ দুরুস আল ইসলামী।

মানিকনগর, ঢাকা-১২০৩