
ইফতা ২য় সেমিস্টার পরীক্ষা ২০২৪-২৫ এর রেজাল্ট – ফলাফল
জামিয়া মারকাযুদ দুরুস আল ইসলামিয়া ইফতা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ২য় সেমিস্টার পরীক্ষা নভেম্বর ২০২৪ এ অনুষ্ঠিত হয়।
কয়েক ধাপে সকল পরীক্ষার খাতা কুরিয়ার মারফত মারকাযে গ্রহণ, এরপর কিতাবওয়ারি ভাগ করে আসাতিজায়ে কিরাম বরাবর প্রেরণ, সকল রেজাল্ট পৃথকভাবে আসাতিজায়ে কিরাম থেকে রিসিভ এবং সবশেষে একসাথে রেজাল্ট প্রসেসিঙয়ের কাজ শেষ হবার পর ১২ জানুয়ারি ২০২৫ রাত ৮টার পর শিক্ষাসচিব মুফতী সাঈদ আল হাসান রেজাল্ট ঘোষণা করেন।
পরীক্ষাটির সাবজেক্ট ছিল মোট ৮টি। অতএব মোট ৮০০ নাম্বারে পরীক্ষা হয়।
পরীক্ষার সাবজেক্টগুলো যথাক্রমে:
- কাওয়াইদুল ফিক্হ, নুসূস ও বাংলা
- আল আশবাহ ওয়ান নাযাইর
- বুহুস ফী ক্বাযায়া ফিকহিয়্যাহ
- শরহু উকূদি রস্মিল মুফতী
- সিরাজী ফিল মীরাস
- ইসলামী অর্থনীতি
- আবহাসে ফিকহিয়্যাহ
- তামরীনুল ইফতা
একনজরে ফাইনাল পরীক্ষার ফলাফল-
মোট পরীক্ষার্থী – ২৪ জন।
পরীক্ষায় অংশগ্রহণ করেছে – ১৯ জন।
অনুপস্থিত – ৫ জন।
পাশের হার – ১০০%।
মুমতায (স্টার মার্ক) পেয়েছে – ৬ জন।
জাইয়িদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে – ৬ জন।
জাইয়িদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে – ৭ জন।
মাক্ববূল (সাধারণ) নেই।
কেউ ফেইল করে নি।
বিভাগ বিন্যাস করা হয়েছে নিম্নরূপ-
গড়
৮০-১০০ মুমতায
৬৫-৭৯ জাইয়িদ জিদ্দান
৫০-৬৪ জাইয়িদ
৩৫-৪৯ মাক্ববূল
০-৩৪ রাসিব (ফেল)
৮০০ নাম্বারের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে
মেধাতালিকার শীর্ষে অবস্থান করছেন যথাক্রমে-
রোল নং | নিবন্ধন নং | শিক্ষার্থীর নাম | মোট নাম্বার | গড় |
১ | ১৬৫ | অলি উল্লাহ | ৭৩৩ | ৯১.৬ |
৮৬ | ২৫১ | মোহাম্মাদ আবু বকর সিদ্দিক | ৬৯৬ | ৮৭ |
৬ | ১৭০ | জাহিদুল করিম | ৬৭৩ | ৮৪ |
২য় সেমিস্টার পরীক্ষার সম্পূর্ণ রেজাল্ট নিম্নে প্রদত্ত হল:
জামি‘আ মারকাযুদ দুরূস আল-ইসলামিয়া
ইফতা বিভাগ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ
২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল (নভেম্বর ২০২৪)
রোল নং | নিবন্ধন নং | শিক্ষার্থীর নাম | কাওয়াইদুল ফিক্হ, নুসূস ও বাংলা | আল আশবাহ ওয়ান নাযাইর | বুহুস ফী ক্বাযায়া ফিকহিয়্যাহ | শরহু উকূদি রস্মিল মুফতী | সিরাজী ফিল মীরাস | ইসলামী অর্থনীতি | আবহাসে ফিকহিয়্যাহ | তামরীনুল ইফতা | মোট নাম্বার | গড় | বিভাগ | মেধাক্রম |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ১৬৫ | অলি উল্লাহ | ৮৬ | ৯২ | ৯৮ | ৯৮ | ৯৪ | ৮০ | ৯০ | ৯৫ | ৭৩৩ | ৯১.৬ | মুমতায | ১ |
৪ | ১৬৮ | মোঃ আব্দুল্লাহ আনসারী | ৬৫ | ৬৮ | ৪০ | ৮৫ | ৫২ | ৫৮ | ৯০ | ৮৫ | ৫৪৩ | ৬৮ | জাইয়িদ জিদ্দান | ১২ |
৫ | ১৬৯ | হাফেজ আবু হুরায়রা | ৭০ | ৭৮ | ৪৫ | ৯০ | ৬৮ | ৬৫ | ৮৫ | ৫০ | ৫৫১ | ৬৯ | জাইয়িদ জিদ্দান | ১১ |
৬ | ১৭০ | জাহিদুল করিম | ৮৪ | ৮৭ | ৮৫ | ৯১ | ৮৪ | ৭৫ | ৯২ | ৭৫ | ৬৭৩ | ৮৪ | মুমতায | ৩ |
৭ | ১৭১ | মোঃ বরকতুল্লাহ | ৬৫ | ৭৪ | ৭০ | ৭৭ | ৬৬ | ৫৬ | ৯০ | ৮৪ | ৫৮২ | ৭২.৮ | জাইয়িদ জিদ্দান | ৮ |
১৫ | ১৭৯ | আব্দুল্লাহ আল মাহমুদ খান | ৬৬ | ৮০ | ৫৫ | ৮২ | ৮৩ | ৮০ | ৭০ | ৫০ | ৫৬৬ | ৭০.৮ | জাইয়িদ জিদ্দান | ৯ |
১৯ | ১৮৩ | রাকিবুল হাসান | ৭৬ | ৭০ | ৩৮ | ৫০ | ৫১ | ৪০ | ৮৭ | ৫০ | ৪৬২ | ৫৭.৮ | জাইয়িদ | ১৭ |
২০ | ১৮৪ | আবদুল্লাহ খাঁন | ৪৫ | ৬০ | ৩৮ | ৩৫ | ৪০ | ৫৬ | ৮০ | ৫০ | ৪০৪ | ৫১ | জাইয়িদ | ১৯ |
২৩ | ১৮৭ | আসাদুজ্জামান ইব্রাহিম | ৫৭ | ৬৬ | ৪৮ | ৪৫ | ৫২ | ৭৪ | ৮০ | ৮০ | ৫০২ | ৬২.৮ | জাইয়িদ | ১৩ |
২৪ | ১৮৮ | মনিরুজ্জামান | ৫৪ | ৬৫ | ৪০ | ৩৫ | ৬৬ | ৫১ | ৮০ | ৪০ | ৪৩১ | ৫৩.৯ | জাইয়িদ | ১৮ |
২৬ | ১৯০ | ফরিদুল ইসলাম | ৪২ | ৭০ | ৪০ | ৭৬ | ৬৮ | ৭০ | ৮৩ | ৪০ | ৪৮৯ | ৬১.১ | জাইয়িদ | ১৬ |
২৭ | ১৯১ | আব্দুল্লাহ মারুফ | ৯২ | ৮৭ | ৭০ | ৮৫ | ৯৩ | ৮৫ | ৯২ | ৫৫ | ৬৫৯ | ৮২.৪ | মুমতায | ৪ |
২৯ | ১৯৩ | মুহা: জুবাইর কবীর | ৮১ | ৮০ | ৭৮ | ৯৬ | ৪৫ | ৮৬ | ৯৩ | ৯৫ | ৬৫৪ | ৮১.৮ | মুমতায | ৫ |
৪৯ | ২১৩ | মোঃ মিজানুর রহমান | ৬২ | ৭৫ | ৪৫ | ৮০ | ৮০ | ৭৪ | ৯২ | ৮০ | ৫৮৮ | ৭৩.৫ | জাইয়িদ জিদ্দান | ৭ |
৫৭ | ২২১ | সৈয়দ নাঈম আল মুসলিম | ৭৭ | ৭৫ | ৯২ | ৫০ | ৫২ | ৬০ | ৯০ | ৭০ | ৫৬৬ | ৭১ | জাইয়িদ জিদ্দান | ৯ |
৬৩ | ২২৭ | আরিফ বিল্লাহ | ৫০ | ৬৫ | ৫০ | ৫০ | ৬২ | ৬০ | ৭৮ | ৭৫ | ৪৯০ | ৬১.৩ | জাইয়িদ | ১৫ |
৬৮ | ২৩২ | নাইমুর রহমান সরদার | ৮৭ | ৯০ | ৮৮ | ৯৫ | ৬৪ | ৮০ | ৮০ | ৭০ | ৬৫৪ | ৮১.৮ | মুমতায | ৫ |
৮২ | ২৪৭ | আহসান হাবীব | ৬০ | ৭০ | ৪০ | ৬২ | ৬৮ | ৭৫ | ৭০ | ৫০ | ৪৯৫ | ৬১.৯ | জাইয়িদ | ১৪ |
৮৬ | ২৫১ | মোহাম্মাদ আবু বকর সিদ্দিক | ৯৩ | ৯০ | ৯৭ | ৯৭ | ৯৫ | ৮৪ | ৮০ | ৬০ | ৬৯৬ | ৮৭ | মুমতায | ২ |