ইফতা সমাপনি অনুষ্ঠান ৩য় বর্ষ – ২০২২-২৩ (এ্যালবাম ও রেজাল্ট)
মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী পরিচালিত জামিআ মারকাযুদ দুরূস আল-ইসলামিয়ার ২০২২-২৩ শিক্ষাবর্ষের তাখাসসুস ফিল ইফতা বিভাগের সমাপনি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
সমাপনি অনুষ্ঠানটি গত ১১ মার্চ ২০২৩, শনিবার মারকাযের প্রধান কার্যালয় মিয়াজান লেন, মানিকনগর, ঢাকায় অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টা থেকে শুরু হওয়া ১ম অধিবেশনের শুরুতেই শিক্ষার্থীবৃন্দ সাক্ষাৎকার, মতবিনিময় ও মনের অভিব্যক্তি প্রকাশ করে, যেখানে মারকাজ সম্পর্কে তাদের বেশ কিছু প্রশ্ন করা হয়। সকল শিক্ষার্থী পূর্ণ স্বাচ্ছন্দ্যে বক্তব্য রাখেন। যা রেকর্ড করা হয়। এরপর যোহরের নামায ও দুপুরের আপ্যায়নের বিরতি দেয়া হয়।
বাদ আসর ২য় অধিবেশনের শুরুতে শিক্ষার্থীবৃন্দ কুরআন তিলাওয়াত ও হামদ-নাত পরিবেশন করেন। এরপর বক্তব্য পেশ করেন মারকাযের উস্তাযে মুহতারাম মুফতী কামরুল হাসান দা. বা.। সঞ্চালনায় ছিলেন মারকাযের নাযিমে তালিমাত মুফতী সাঈদ আল হাসান।
অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য আলেমে দ্বীন, মুজাহিদুল আযম আল্লামা শামসুল হক ফরিদপুরী (সদর সাহেব হুজুর) রহ. এর নাতি জামাই, হযরতুল আল্লাম আব্দুল মান্নান কাশিয়ানী হুজুর রহ. এর বড় জামাতা, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া (নিউ মালিবাগ) এর প্রিন্সিপাল, গ্রীন রোড ডরমেটরি জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা মাহমুদুল হাসান দা.বা.।
এ ছাড়াও অনুষ্ঠানে তাশরিফ আনেন, এলিফ্যান্ট রোড নূরানী গার্ডেন মাদরাসার পরিচালক, মাদরাসা জায়েদ বিন সাবেত, সখিপুর, টাঙ্গাইলের মুহতামিম মাওলানা ফুরক্বানুল ইসলাম আশুতিয়া।
মারকাযের আসাতিজায়ে কিরামের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুহতামিম মুফতী আবুল হাসান শামসাবাদী, শিক্ষাসচিব মুফতি সাঈদ আল হাসান শামসাবাদী, উস্তায মুফতী আমীনুর রশীদ মামনুন, উস্তায মুফতী কামরুল হাসান দা. বা.। উস্তায
মুফতি আরিফ জাব্বার কাসেমী প্রমুখ।
উপস্থিত ছিলেন সিনিয়র সাবেক উস্তায ও ফাউন্ডিং সদস্য মুফতী আব্দুর রহমান ফাইয়াজ দা. বা.- খতিব, প্যারাগন সিরামিক জামে মসজিদ, গাজীপুর।
অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান ও দৈনিক সকালের সময় পত্রিকার সহ-সম্পাদক:- জনাব লায়ন মুহাম্মাদ নুর ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও দৈনিক সারেজমিন বার্তার নির্বাহী সম্পাদক জনাব মুহাম্মাদ ফারুক হোসেন, মাসিক আদর্শ নারীর ম্যানেজার মাওলানা কবির হুসাইন মাদারিপুরী, কম্পিউটার অপারেটর জনাব মুহিউদ্দীন প্রমুখ।
এ ছাড়াও দেশ বরেণ্য আরও অনেক ওলামায়ে কিরাম তাশরিফ আনেন।
বাদ আসর ২য় অধিবেশনে মারকাযের ইফতা বিভাগের বার্ষিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করেন শিক্ষাসচিব মুফতি সাঈদ আল হাসান। এরপর সকল শিক্ষার্থীদের যথারীতি দস্তারে ফজীলত তথা পাগড়ি প্রদান করেন প্রধান অতিথি আল্লামা মাহমুদুল হাসান দা.বা.সহ অন্যান্য মেহমানবৃন্দ। শিক্ষার্থীদের সাথে দুজন সিনিয়র সাংবাদিক মেহমানকেও বরকতান পাগড়ি পরানো হয়। এরপর শিক্ষার্থীদের পক্ষ থেকে আসাতিজায়ে কিরাম ও প্রধান মেহমানকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারী যথাক্রমে মাওলানা খাইরুদ্দীন ইবনে নাযীর, মাওলানা ইসমাইল হোসাইন এবং মাওলানা কাজী মুহাম্মাদ ছালেহ উদ্দীনকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এরপর সবাইকে সনদ (সার্টিফিকেট), মার্কশিট, জামাতওয়ারি রেজাল্ট ও তোহফায়ে রমাজান ও তাওবা নামা ও জীবনের পণ নামক দুটো পুস্তিকা হাদিয়া দেয়া হয়। বাদ মাগরিব মারকাযের উদ্দেশে মারকাযের শিক্ষার্থী মাওলানা মুহিউদ্দীন রব্বানি স্বরচিত গজল গেয়ে শোনান যা সবাইকে অত্যন্ত মুগ্ধ করে। এরপর সবাইকে মারকাযের পক্ষ থেকে ৫ পিস করে চাবির রিং ও কলম হাদিয়া প্রদান করা হয়। সবশেষে ইসলাহী বয়ান পেশ করেন মাওলানা ফুরকানুল ইসলাম আশুতিয়া দা. বা.।
মাসিক আদর্শ নারী সম্পাদক ও মারকাযের মুহতামিম মুফতী আবুল হাসান শামসাবাদীর সভাপতিত্বে সন্ধ্যা ৭টায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেখতে ক্লিক করুন https://durus.us/ifta-final-22-23/
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে যারা মারকাযুদ দুরুস আল ইসলামিয়া থেকে তাখাসসুস ফিল ইফতা সম্পন্ন করলেন : –
নিবন্ধন নং | শিক্ষার্থীর নাম | পিতার নাম | জেলা |
০০২৯ | মাওলানা কাজী মুহাম্মাদ ছালেহ উদ্দীন | কাজী মুহাম্মদ ফোরকান | নোয়াখালী |
০০৩২ | মাওলানা আজিমুদ্দীন আহমদ | মরহুম শেখ মোঃ মোস্তফা | হাজারীবাগ ঢাকা |
০০৩৩ | মাওলানা আবু হানিফা | নিজামুদ্দীন | মোমেনশাহী |
০০৩৫ | মাওলানা মো তাবারুক হোসাইন | মো নুরুল ইসলাম | নেত্রকোনা |
০০৩৬ | মাওলানা মুহসিন হোসাইন | আনামিয়া দেওয়ান | শরীয়তপুর |
০০৩৮ | মাওলানা সাইদুর রহমান | মোঃ স্বপন | টাংগাইল |
০০৩৯ | মাওলানা হাসিন গোফরান | মাওলানা আব্দুল মান্নান | চাঁদপুর |
০০৪০ | মাওলানা আজিজুর রহমান আরেফী | মাষ্টার আব্দু রউফ | সুনামগঞ্জ |
০০৪১ | মাওলানা ফজলে রাব্বি | মোখলেস শিকদার | ভোলা |
০০৪২ | মাওলানা ইউনুস | মোঃ ছুফি আহমদ | নোয়াখালী |
০০৪৩ | মাওলানা মুতিউর রহমান আযাদ | মৃত. মোহা. রহমত উল্লাহ | সুনামগঞ্জ |
০০৪৪ | মাওলানা রফিকুল ইসলাম | আমজাদ আলী | সাভার |
০০৪৫ | মাওলানা মুহিউদ্দীন রব্বানী | হাফেজ মুহাম্মদ সিরাজুল ইসলাম | ময়মনসিংহ |
০০৪৬ | মাওলানা এমদাদুল হক | আলহাজ্ব আব্দুল হক | নড়াইল |
০০৪৮ | মাওলানা হাফিজুর রহমান | মোঃ হেমায়েত উদ্দিন | বরগুনা |
০০৪৯ | মাওলানা ইসমাইল হোসাইন | নূর হোসাইন | নোয়াখালী |
০০৫০ | মাওলানা খাইরুদ্দীন ইবনে নাযীর | নাজির মিয়া | ব্রাহ্মণবাড়িয়া |
০০৫৪ | মাওলানা নজরুল ইসলাম | ইয়াদ আলী | শেরপুর |
০০৬১ | মাওলানা আব্দুল আলীম বিন সিদ্দিক | সিদ্দিকুর রহমান | কুমিল্লা |
০০৬৪ | মাওলানা মুহাম্মদ তৈয়ব উল্লাহ নাসীম | মাওলানা শাহাদাতুল্লাহ। | ফেনী |
০০৬৭ | মাওলানা আব্দুর রহমান রাহমানী | মৃত শওকত আলী | সিলেট |
মারকাযের উদ্দেশে শিক্ষার্থী, মাওলানা মুহিউদ্দীন রব্বানির স্বরচিত গজল –
এসেছিলাম মোরা এই মারকাজে এলমে ওহীর সন্ধানে,
পান করেছি অমিয় শুধা মেহনতী ওস্তাদের কল্যাণে,
হৃদয়ে সবাই ভাই ভাই সদা যেন এক দেহ এক প্রাণ,
প্রণয় প্রীতির শক্ত বাঁধন দান করেছেন আল্লাহ মহান,
দূরে দূরে থেকে সব দিক মিলিয়ে কেটেছে রাত দিন ,
সুখের পরিবার যেন গড়ে উঠিল আমাদের প্রতিদিন ,
সময়ের স্রোতে আজ এসেছে বিদায় বিচ্ছেদের ডাক,
চোখের শত অস্ত্র নিয়েও বাঁজাতে হবে বিদায়ী ঢাক,
বাজাতে হবে বিদায়ী ঢাক ।মহসিন হোসাইন ফজলে রাব্বি ইউনুস আযীম উদ্দিন ,
হাসীন গোফরান আবু হানিফা তাবারুক সালেহ উদ্দিন ,
আজিজুর রহমান এমদাদুল হক তৈয়বুল্লাহ ও খাইরুদ্দীন,
নজরুল ইসলাম হাফিজসহ আরো আছে দুই আব্দুল আলীম,
আব্দুর রহমান মতিউর রহমান আতিকুল্লাহ ও মহিউদ্দিন।মোনাজাতে করিবো স্মরণ সদা সবাই সবাইকে,
ভুলি না যেন কখনো কভু কেউ কোন ভাইকে,
জীবন চলার পথে কখনো হয় যদি কারো সাথে দেখা ?
তখনও ভাবিব আপন তাকে ভাবনা নিজেকে একা,
ভাববো না নিজেকে একা।যাদের পরশে ইলমি গবেষণা ধন্য মোদের ,,
আল্লামা আবুল হাসান প্রতিষ্ঠাতা মারকাযের ,
আমীনুর রশিদ, কামরুল ইসলাম, মুফতী সাঈদ আল হাসান
আরিফ জব্বার সহ ওনারা সবাই করেছেন দরস দান,
হৃদয়ের গভীর থেকে করছি দুয়া নেক হায়াতের,
আমাদের মাথায় দীর্ঘ হোক স্নেহ ছায়া তাঁদের,
আল্লাহ আল্লাহ কবুল করো আমাদের আল্লাহ আল্লাহ কবুল কর আমাদের।
কথা ও সুর
মুহিউদ্দীন রব্বানী
উৎসর্গ: মারকাযুদ দুরুস আল ইসলামিয়া, ইফতা বিভাগ, মানিকনগর ঢাকা।
এ্যালবাম